০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : দণ্ডপ্রাপ্ত ৬ আসামির জামিন

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১১:২৪:২১ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • / ৮১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত ৬ আসামিকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১০ মে) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আসামিরা হলেন গোলাম রসূল, জহুরুল ইসলাম, তৌফিকুর রহমান সঞ্জু, সাহাবুদ্দিন, আব্দুল রাকিব মোল্লা ও মনিরুল ইসলাম। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী মো. মোহসীন ও শাহানারা পারভীন বকুল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম মুনীর জানিয়েছেন, জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে। উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে যশোর-সাতক্ষীরা সড়কে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিনই কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন।

এ মামলায় তদন্ত শেষে ২০১৫ সালে ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার শেষে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২০২১ সালের গত ৪ ফেব্রুয়ারি এ মামলায় সব আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। রায়ে বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলামকে কয়েকটি ধারায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : দণ্ডপ্রাপ্ত ৬ আসামির জামিন

আপডেট সময় ১১:২৪:২১ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত ৬ আসামিকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১০ মে) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আসামিরা হলেন গোলাম রসূল, জহুরুল ইসলাম, তৌফিকুর রহমান সঞ্জু, সাহাবুদ্দিন, আব্দুল রাকিব মোল্লা ও মনিরুল ইসলাম। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী মো. মোহসীন ও শাহানারা পারভীন বকুল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম মুনীর জানিয়েছেন, জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে। উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে যশোর-সাতক্ষীরা সড়কে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিনই কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন।

এ মামলায় তদন্ত শেষে ২০১৫ সালে ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার শেষে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২০২১ সালের গত ৪ ফেব্রুয়ারি এ মামলায় সব আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। রায়ে বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলামকে কয়েকটি ধারায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।