১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান নানকের

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৬:০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / ৬২ বার পড়া হয়েছে

সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। মঙ্গলবার (৪ এপ্রিল) কানাডা আওয়ামী লীগের সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

নানক বলেন, অতীতেও ঐক্যবদ্ধভাবে বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে শাপলা চত্বরের হেফাজতের আন্দোলনকেও আমরা ব্যর্থ করে দিয়েছি। প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, যারা দীর্ঘদিন বাংলাদেশে যাননি, তারা এখন একবার দেশ থেকে ঘুরে আসুন। রাজধানী থেকে গ্রাম পর্যন্ত সব জায়গায় উন্নয়ন হয়েছে।

এ ছাড়া বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো সরকারের অর্জন রয়েছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা। নানক বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধান খাত হচ্ছে প্রবাসীদের রেমিট্যান্স। তাই আশা করি, প্রবাসীরা অবৈধ পথ পরিহার করে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন।

এতে দেশের উন্নয়নে কাজে আসে। তিনি বলেন, বাংলাদেশ এখন শান্তির ও উন্নয়নের দেশ। এখানে বিনিয়োগ করার পরিবেশ খুবই বেশি। বাংলাদেশে বিনিয়োগ করতে অনেক দেশ ইতোমধ্যে ঝাপিয়ে পড়েছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান নানকের

আপডেট সময় ০৬:০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩

সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। মঙ্গলবার (৪ এপ্রিল) কানাডা আওয়ামী লীগের সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

নানক বলেন, অতীতেও ঐক্যবদ্ধভাবে বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে শাপলা চত্বরের হেফাজতের আন্দোলনকেও আমরা ব্যর্থ করে দিয়েছি। প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, যারা দীর্ঘদিন বাংলাদেশে যাননি, তারা এখন একবার দেশ থেকে ঘুরে আসুন। রাজধানী থেকে গ্রাম পর্যন্ত সব জায়গায় উন্নয়ন হয়েছে।

এ ছাড়া বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো সরকারের অর্জন রয়েছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা। নানক বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধান খাত হচ্ছে প্রবাসীদের রেমিট্যান্স। তাই আশা করি, প্রবাসীরা অবৈধ পথ পরিহার করে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন।

এতে দেশের উন্নয়নে কাজে আসে। তিনি বলেন, বাংলাদেশ এখন শান্তির ও উন্নয়নের দেশ। এখানে বিনিয়োগ করার পরিবেশ খুবই বেশি। বাংলাদেশে বিনিয়োগ করতে অনেক দেশ ইতোমধ্যে ঝাপিয়ে পড়েছে।