০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

সংলাপ ইস্যুতে গণফোরামের দুই অংশের দুই মত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • / ১৫০ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক’ করার স্বার্থে সব রাজনৈতিক দলকে নিয়ে সংলাপের প্রস্তাব গণফোরামের একাংশের সভাপতি কামাল হোসেন দিলেও ভিন্নমত জানিয়েছে গণফোরামের আরেক অংশ।

মোস্তফা মহসীন মন্টু নেতৃত্বাধীন গণফোরাম জানিয়েছে, বর্তমান ‘অবৈধ’ আওয়ামী লীগ সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না তারা।

গণফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে কামাল হোসেন নির্বাচনের আগে সব রাজনৈতিক দলকে নিয়ে সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

এরপর বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলাদা আলোচনা সভায় মন্টু নেতৃত্বাধীন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, এই অবৈধ সরকারের সাথে জনগণের পক্ষে আন্দোলনরত গণতন্ত্রকামী কোনো রাজনৈতিক দলের সংলাপ সম্ভবপর নয়। বিরোধী মতের উপর দমন-পীড়ন, গুম-বিচার বহির্ভূত হত্যা, মামলা-হামলা, গায়েবী মামলা এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে নির্বতনমূলক আইনসহ নানা ধরনের মিথ্যা মামলায় জনগণের উপর স্টিম রোলার চালিয়েছে তারা। এই অত্যাচারী সরকারের সাথে কোনো সংলাপ হতে পারে না।

“যারা আহ্বান জানিয়েছেন, তারা জনগণের সাথে নেই,” কামাল হোসেনদের দিকে ইঙ্গিত করে বলেন সুব্রত।

আওয়ামী লীগ ছেড়ে আসা কামাল হোসেনের নেতৃত্বে গঠিত গণফোরামে কয়েক বছর আগে ভাঙন দেখা দেয়। এখন দুটি অংশ আলাদাভাবে কর্মসূচি চালাচ্ছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস আগে নির্বাচনকালীন সরকার নিয়ে দেশের রাজনীতিতে মতবিরোধ চলছে। বিএনপিসহ এক পক্ষ নির্বাচনের সময় নির্দলীয় সরকার পদ্ধতির দাবিতে আন্দোলনে নামলেও সেই দাবি মানতে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণফোরামের নেতা সুব্রত চৌধুরী বলেন, “গণবিরোধী এই সরকারের পতনের আন্দোলনে বিএনপিসহ ৩৬টি রাজনৈতিক দল আমরা রাজপথে আন্দোলন করছি। এই আন্দোলনে সরকারের পতন ঘটানোই আমাদের অঙ্গীকার।”

দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরামবাগে ইডেন কমপ্লেক্সে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করে মন্টু নেতৃত্বাধীন অংশ। দলের মহানগর সভাপতি এম এ কাদেরের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি এ কে এম জগলুল হায়দার চৌধুরী, সভাপতি পরিষদের সদস্য আব্দুল হাসিব চৌধুরী, কেন্দ্রীয় নেতা আইয়ুব খান ফারুক, লতিফুল বারী হামিম, মুহাম্মদ রওশন ইয়াজদানী, মুহাম্মদ উল্লাহ মধু।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সংলাপ ইস্যুতে গণফোরামের দুই অংশের দুই মত

আপডেট সময় ১১:৩২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক’ করার স্বার্থে সব রাজনৈতিক দলকে নিয়ে সংলাপের প্রস্তাব গণফোরামের একাংশের সভাপতি কামাল হোসেন দিলেও ভিন্নমত জানিয়েছে গণফোরামের আরেক অংশ।

মোস্তফা মহসীন মন্টু নেতৃত্বাধীন গণফোরাম জানিয়েছে, বর্তমান ‘অবৈধ’ আওয়ামী লীগ সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না তারা।

গণফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে কামাল হোসেন নির্বাচনের আগে সব রাজনৈতিক দলকে নিয়ে সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

এরপর বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলাদা আলোচনা সভায় মন্টু নেতৃত্বাধীন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, এই অবৈধ সরকারের সাথে জনগণের পক্ষে আন্দোলনরত গণতন্ত্রকামী কোনো রাজনৈতিক দলের সংলাপ সম্ভবপর নয়। বিরোধী মতের উপর দমন-পীড়ন, গুম-বিচার বহির্ভূত হত্যা, মামলা-হামলা, গায়েবী মামলা এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে নির্বতনমূলক আইনসহ নানা ধরনের মিথ্যা মামলায় জনগণের উপর স্টিম রোলার চালিয়েছে তারা। এই অত্যাচারী সরকারের সাথে কোনো সংলাপ হতে পারে না।

“যারা আহ্বান জানিয়েছেন, তারা জনগণের সাথে নেই,” কামাল হোসেনদের দিকে ইঙ্গিত করে বলেন সুব্রত।

আওয়ামী লীগ ছেড়ে আসা কামাল হোসেনের নেতৃত্বে গঠিত গণফোরামে কয়েক বছর আগে ভাঙন দেখা দেয়। এখন দুটি অংশ আলাদাভাবে কর্মসূচি চালাচ্ছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস আগে নির্বাচনকালীন সরকার নিয়ে দেশের রাজনীতিতে মতবিরোধ চলছে। বিএনপিসহ এক পক্ষ নির্বাচনের সময় নির্দলীয় সরকার পদ্ধতির দাবিতে আন্দোলনে নামলেও সেই দাবি মানতে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণফোরামের নেতা সুব্রত চৌধুরী বলেন, “গণবিরোধী এই সরকারের পতনের আন্দোলনে বিএনপিসহ ৩৬টি রাজনৈতিক দল আমরা রাজপথে আন্দোলন করছি। এই আন্দোলনে সরকারের পতন ঘটানোই আমাদের অঙ্গীকার।”

দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরামবাগে ইডেন কমপ্লেক্সে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করে মন্টু নেতৃত্বাধীন অংশ। দলের মহানগর সভাপতি এম এ কাদেরের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি এ কে এম জগলুল হায়দার চৌধুরী, সভাপতি পরিষদের সদস্য আব্দুল হাসিব চৌধুরী, কেন্দ্রীয় নেতা আইয়ুব খান ফারুক, লতিফুল বারী হামিম, মুহাম্মদ রওশন ইয়াজদানী, মুহাম্মদ উল্লাহ মধু।