১১:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএফইউজে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • / ১৪৫ বার পড়া হয়েছে

যুগান্তরের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিলুপ্ত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় বিস্ময় ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এ নিন্দা প্রকাশ করেন।

বিবৃতিতে আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিলুপ্ত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এই মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বিএফইউজে নেতারা।

এ ছাড়া নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামকে কতিপয় দুর্বৃত্ত কর্তৃক হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বিএফইউজে।

আব্দুুস সালামকে হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএফইউজে

আপডেট সময় ০৬:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

যুগান্তরের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিলুপ্ত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় বিস্ময় ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এ নিন্দা প্রকাশ করেন।

বিবৃতিতে আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিলুপ্ত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এই মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বিএফইউজে নেতারা।

এ ছাড়া নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামকে কতিপয় দুর্বৃত্ত কর্তৃক হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বিএফইউজে।

আব্দুুস সালামকে হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।