সারাদেশে বজ্রপাতে ১০ জনের প্রাণহানি
- আপডেট সময় ১০:১৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- / ১৪৯ বার পড়া হয়েছে
সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের কবলে পড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু রাজশাহী বিভাগেই প্রাণ হারিয়েছেন ৬ জন। শনিবার (২৯ এপ্রিল) পৃথক সময়ে সারাদেশের বিভিন্ন জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।
প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী: পাবনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে এনামুল হক (১৮), সুজানগর উপজেলার আমিনপুর থানার চরগোবিন্দপুর গ্রামের কালা প্রামাণিকের ছেলে কৃষক মনিরুজ্জামান জলম (৪০) ও একই উপজেলার রানীনগর ইউনিয়নের টাকিগাড়া গ্রামের মৃত ছায়াত শেখের ছেলে কৃষক রফিকুল ইসলাম (৪২)।
এ ছাড়া সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের নাছির শেখের ছেলে আব্দুল মালেক (৭০) ও একই গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে সোলাইমান শেখ (৪০)। পাশাপাশি বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বজ্রপাতে লোকমান আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। অন্যদিকে যশোরের চৌগাছায় বজ্রপাতে বছির উদ্দিন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আর পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে হোসনে আরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া শেরপুরের শ্রীবরদীতে ব্রজপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম মো. মিজু মিয়া (৩২)। অন্যদিকে বরগুনার পাথরঘাটায় বজ্রপাতে খলিলুর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ধান ক্ষেত থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।