০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

সালাউদ্দিনের দেশে ফেরা নিয়ে সমস্যা নেই : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৫:১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
  • / ৭৬ বার পড়া হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের দেশে ফেরা নিয়ে কোনো সমস্যা নেই।

বৃহস্পতিবার (৯ মার্চ) ভারত ও কাতার সফর শেষে ঢাকায় ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশের কেউ জেল খাটলে, সাজা ভোগ করে দেশে ফিরে আসেন। সালাউদ্দিন আহমেদও আসবেন। এটা নিয়ে কোনো অসুবিধা কিংবা চিন্তার কারণ নেই।

এর আগে, গত ২ মার্চ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে দেশে ফেরানোর নির্দেশ দিয়েছেন ভারতের আদালত। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের আমন্ত্রণে জি-২০-এর পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে অংশ নেওয়ায় বাংলাদেশ সম্মানিত হয়েছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সালাউদ্দিনের দেশে ফেরা নিয়ে সমস্যা নেই : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের দেশে ফেরা নিয়ে কোনো সমস্যা নেই।

বৃহস্পতিবার (৯ মার্চ) ভারত ও কাতার সফর শেষে ঢাকায় ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশের কেউ জেল খাটলে, সাজা ভোগ করে দেশে ফিরে আসেন। সালাউদ্দিন আহমেদও আসবেন। এটা নিয়ে কোনো অসুবিধা কিংবা চিন্তার কারণ নেই।

এর আগে, গত ২ মার্চ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে দেশে ফেরানোর নির্দেশ দিয়েছেন ভারতের আদালত। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের আমন্ত্রণে জি-২০-এর পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে অংশ নেওয়ায় বাংলাদেশ সম্মানিত হয়েছে।