০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

সিটি নির্বাচনে বিএনপি ঘোমটা পরে আসবে : কাদের

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৯:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • / ৯২ বার পড়া হয়েছে

সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সরাসরি না এলেও ঘোমটা পরে আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিভিন্ন পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে বিএনপি ঘোমটা পরে প্রার্থী দিয়েছিল। সিটি নির্বাচনেও তাদের ঘোমটা পরা স্বতন্ত্র প্রার্থী থাকবে। এটা তাদের রাজনীতির আরেক ভণ্ডামি। তিনি বলেন, জাতীয় নির্বাচনে ৩০টি সিট জুটবে কি না সেটা ভেবে বিএনপি নির্বাচন বানচালের চক্রান্ত করছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির নেতৃত্বে একটি মহল কখনও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত দিবসকে স্বীকার করে না। তাদের বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে ও অনুষ্ঠানমালায় বঙ্গবন্ধু নেই। কাদের বলেন, যে ভাষণ একটি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে, সেই ৭ মার্চ তারা (বিএনপি) স্বীকারও করে না, পালনও করে না। এরা নাকি স্বাধীনতা বিশ্বাসী।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সিটি নির্বাচনে বিএনপি ঘোমটা পরে আসবে : কাদের

আপডেট সময় ০৯:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সরাসরি না এলেও ঘোমটা পরে আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিভিন্ন পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে বিএনপি ঘোমটা পরে প্রার্থী দিয়েছিল। সিটি নির্বাচনেও তাদের ঘোমটা পরা স্বতন্ত্র প্রার্থী থাকবে। এটা তাদের রাজনীতির আরেক ভণ্ডামি। তিনি বলেন, জাতীয় নির্বাচনে ৩০টি সিট জুটবে কি না সেটা ভেবে বিএনপি নির্বাচন বানচালের চক্রান্ত করছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির নেতৃত্বে একটি মহল কখনও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত দিবসকে স্বীকার করে না। তাদের বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে ও অনুষ্ঠানমালায় বঙ্গবন্ধু নেই। কাদের বলেন, যে ভাষণ একটি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে, সেই ৭ মার্চ তারা (বিএনপি) স্বীকারও করে না, পালনও করে না। এরা নাকি স্বাধীনতা বিশ্বাসী।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীমসহ অনেকেই উপস্থিত ছিলেন।