০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

সুদান থেকে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১২:৪৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • / ৬১ বার পড়া হয়েছে

সংঘাতে জর্জরিত সুদান থেকে সৌদির জেদ্দা হয়ে দেশে ফিরেছেন আরও ২৩৯ জন বাংলাদেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে শুক্রবার (১২ মে) সকাল ৯টায় তারা দেশে ফেরেন।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। জানা গেছে, দেশে ফেরত আসা এসব বাংলাদেশিকে প্রথমে সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাদের সৌদির জেদ্দায় নিয়ে আসা হয়।

এ নিয়ে পাঁচ দফায় মোট ৫৫৫ জন সুদান প্রবাসী বাংলাদেশি দেশে ফিরল। প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল থেকে সুদানে সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। এতে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। দেশটিতে অন্তত দেড় হাজার বাংলাদেশি বসবাস করেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সুদান থেকে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি

আপডেট সময় ১২:৪৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩

সংঘাতে জর্জরিত সুদান থেকে সৌদির জেদ্দা হয়ে দেশে ফিরেছেন আরও ২৩৯ জন বাংলাদেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে শুক্রবার (১২ মে) সকাল ৯টায় তারা দেশে ফেরেন।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। জানা গেছে, দেশে ফেরত আসা এসব বাংলাদেশিকে প্রথমে সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাদের সৌদির জেদ্দায় নিয়ে আসা হয়।

এ নিয়ে পাঁচ দফায় মোট ৫৫৫ জন সুদান প্রবাসী বাংলাদেশি দেশে ফিরল। প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল থেকে সুদানে সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। এতে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। দেশটিতে অন্তত দেড় হাজার বাংলাদেশি বসবাস করেন।