স্বামী-ছেলেকে নিয়ে মাহির নতুন পোস্ট ভাইরাল
- আপডেট সময় ১০:৪৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / ২৮১ বার পড়া হয়েছে
চিত্রনায়িকা মাহিয়া মাহির ঘরে এসেছে রাজপুত্র। গত মঙ্গলবার (২৮ মার্চ) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। রাত না পোহাতেই ছেলেকে প্রকাশ্যে এনেছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ মুহূর্তেই মাহির সেই পোস্ট অন্তর্জালে ভাইরাল হয়েছে।
এদিকে একই ছবি নিজের সোশ্যাল হেন্ডেলে শেয়ার করে ছেলের জন্য দোয়া চেয়েছেন মাহির স্বামী রকিব সরকার। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের বাবা হয়েছি। মা ও ছেলে সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’
মাহি বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। সন্তান জন্মের পরও নেটমাধ্যমে বেশ সক্রিয়ই আছেন তিনি। বুধবার (২৯ মার্চ) রাতে অনুরাগীদের সঙ্গে নবজাতকের নতুন ছবি ভাগ করে নিয়েছেন নায়িকা। ক্যাপশনে লিখেছেন, ‘সুবাহানআল্লাহ, মাই লাইফলাইন।’ সঙ্গে যুক্ত করেছেন তিন জোড়া ভালোবাসার ইমোজি।
ছবিতে দেখা যাচ্ছে, ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন মাহির স্বামী রকিব সরকার। মুখে তার স্বস্তির হাসি। বাবার কোলে পরম তৃপ্তিতে ঘুমাচ্ছে নবজাতক। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। মাত্র আধা ঘণ্টায় সাড়ে ছয় হাজার নেটিজেন পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের (সোশ্যাল মিডিয়ায় রকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। সম্প্রতি ওমরাহ করে এসেছেন এই দম্পতি।