হলিউড তারকার সঙ্গে প্রেমে মজেছেন শাকিরা!
- আপডেট সময় ০৯:৩৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ১০৩ বার পড়া হয়েছে
জনপ্রিয় স্প্যানিশ পপ তারকা শাকিরা। দীর্ঘদিন ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকার পর ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। কারণ হিসেবে জানা যায়, তার সঙ্গে সম্পর্কে থাকার পরেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন পিকে।
এবার হলিউড তারকার সঙ্গে প্রেমে মজেছেন শাকিরা। সম্প্রতি মায়ামি গ্রাঁ প্রি-তে হলিউড তারকা টম ক্রুজের সঙ্গে দেখা গেছে এই গায়িকাকে। আজকাল ‘টপ গান: ম্যাভেরিক’ খ্যাত এই অভিনেতার সঙ্গেই নাকি বেশি সময় কাটাচ্ছেন শাকিরা।
জানা গেছে, জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পরে বার্সেলোনা ছেড়ে বর্তমানে দুই ছেলেকে নিয়ে সৈকত শহর মায়ামিতেই বাস করছেন ‘হিপস্ ডোন্ট লাই’ খ্যাত এই গায়িকা। তবে রেসের আগেও নাকি একসঙ্গে সময় কাটিয়েছেন দুই তারকা। তবে কি ইতোমধ্যেই একে অপরকে মন দিয়ে ফেলেছেন শাকিরা ও টম? এমন প্রশ্ন বাসা বেঁধেছে এই জুটির ভক্ত-অনুরাগীদের মনে।