০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • / ৯৯ বার পড়া হয়েছে

রাজধানীর হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় একটি বাসের ধাক্কায় সাব্বির খান (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে হানিফ ফ্লাইওভারে কুতুবখালী টোল প্লাজায় কে কে ট্রাভেলসের একটি বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ওই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো. আসাদুজ্জামান বলেন, ফ্লাইওভারের টোল দেওয়ার সময় সাব্বিরের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি।

পরে বাসের চালক সোহেলকে (৩৮) আটক করে থানায় নিয়ে আসা হয় এবং বাসটিকে জব্দও করা হয়েছে। তিনি বলেন, নিহত সাব্বির যাত্রাবাড়ী থানার মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার নাজিম উদ্দিন খানের ছেলে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

আপডেট সময় ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

রাজধানীর হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় একটি বাসের ধাক্কায় সাব্বির খান (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে হানিফ ফ্লাইওভারে কুতুবখালী টোল প্লাজায় কে কে ট্রাভেলসের একটি বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ওই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো. আসাদুজ্জামান বলেন, ফ্লাইওভারের টোল দেওয়ার সময় সাব্বিরের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি।

পরে বাসের চালক সোহেলকে (৩৮) আটক করে থানায় নিয়ে আসা হয় এবং বাসটিকে জব্দও করা হয়েছে। তিনি বলেন, নিহত সাব্বির যাত্রাবাড়ী থানার মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার নাজিম উদ্দিন খানের ছেলে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।