১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

হাসানপুরে ১৫ ঘণ্টায়ও উদ্ধার হয়নি ট্রেন

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:৩২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
  • / ৮৮ বার পড়া হয়েছে

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তবে প্রায় ১৫ ঘণ্টা ধরে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ও মালবাহী ট্রেনের উদ্ধার কাজ চলছে।

কুমিল্লার লাকসাম ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আসা দুটি রিলিফ ট্রেনের সাহায্যে উদ্ধার কাজ করা হচ্ছে। সোমবার (১৭ এপ্রিল) সকালে নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার মো. জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৬ এপ্রিল) রাত ১০টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

স্টেশন মাস্টার মো. জামাল উদ্দিন জানান, রোববার রাতে ট্রেন দুর্ঘটনায় তিন ও চার নম্বর ( লুফ) লাইন ক্ষতিগ্রস্ত হয়। মূল লাইন দুটির ক্ষতি না হওয়ায় একই দিন রাত থেকে আপ ও ডাউন দুই দিকেরই ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

উল্লেখ্য, রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেন। এতে ট্রেনের ইঞ্জিন ও সাতটি কোচ লাইনচ্যুত হয়। আহত হয় অন্তত ৫০ জন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

হাসানপুরে ১৫ ঘণ্টায়ও উদ্ধার হয়নি ট্রেন

আপডেট সময় ১০:৩২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তবে প্রায় ১৫ ঘণ্টা ধরে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ও মালবাহী ট্রেনের উদ্ধার কাজ চলছে।

কুমিল্লার লাকসাম ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আসা দুটি রিলিফ ট্রেনের সাহায্যে উদ্ধার কাজ করা হচ্ছে। সোমবার (১৭ এপ্রিল) সকালে নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার মো. জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৬ এপ্রিল) রাত ১০টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

স্টেশন মাস্টার মো. জামাল উদ্দিন জানান, রোববার রাতে ট্রেন দুর্ঘটনায় তিন ও চার নম্বর ( লুফ) লাইন ক্ষতিগ্রস্ত হয়। মূল লাইন দুটির ক্ষতি না হওয়ায় একই দিন রাত থেকে আপ ও ডাউন দুই দিকেরই ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

উল্লেখ্য, রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেন। এতে ট্রেনের ইঞ্জিন ও সাতটি কোচ লাইনচ্যুত হয়। আহত হয় অন্তত ৫০ জন।