০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম
১১ দিন পরে ডেঙ্গুতে একজনের মৃত্যু
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৯:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ৯৯ বার পড়া হয়েছে
দেশে ১১ দিন পরে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৯ জন ও ঢাকার বাইরে চারজন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯৭ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকায় সর্বমোট রোগী ৭৭ জন এবং অন্যান্য বিভাগে ২০ জন চিকিৎধীন রয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। সর্বশেষ ২৯ এপ্রিল ১ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গত বছর দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
ট্যাগস