২৪ জুন পর্যন্ত খোলা থাকবে ডিএসসিসির রাজস্ব বিভাগ
- আপডেট সময় ১১:০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ১১৫ বার পড়া হয়েছে
করদাতাদের হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, মার্কেটের ভাড়া ও সালামি, বিজ্ঞাপন কর ইত্যাদি পরিশোধের সুবিধার্থে এখন থেকে ২৪ জুন পর্যন্ত শনিবারেও খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) রাজস্ব বিভাগ।
রাজস্ব আদায়ের স্বার্থে কর্পোরেশনের নগর ভবনের রাজস্ব বিভাগের সব দপ্তরসহ আঞ্চলিক কার্যালয় পর্যায়েও শনিবারেও রাজস্ব বিভাগের সব দপ্তর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
শুক্রবার (৫ মে) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান এ বিষয়ে একটি দপ্তর আদেশ জারি করে বিষয়টি কার্যকর করার নির্দেশনা দিয়েছেন।
সচিব আমরামুজ্জামান জানান, চলতি মে মাস থেকে আগামী ২৪ জুন পর্যন্ত সময়ের মধ্যবর্তী সব শনিবার (সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের রাজস্ব বিভাগের সব দপ্তরসহ আঞ্চলিক কার্যালয় পর্যায়ে রাজস্ব বিভাগের সব দপ্তর খোলা থাকবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।