১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
শিরোনাম
৫ মে রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ১০:৪০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
- / ৯১ বার পড়া হয়েছে
উড়ালসড়কের নির্মাণকাজের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে শুক্রবার (৫ মে) রাতে সাত ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে। এ জন্য সড়কটি এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।
বুধবার (৩ মে) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবন্দরের সামনের উড়ালসড়কের নির্মাণকাজের জন্য শুক্রবার রাত ১১টা থেকে পরদিন শনিবার সকাল ৬টা পর্যন্ত মোট সাত ঘণ্টা বিমানবন্দরের সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে।
এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে। বেবিচক সূত্র জানায়, যারা দেশের বাইরে যাবেন এবং আসবেন, তাদের জন্য রাস্তা খোলা থাকবে। তবে যারা অন্য কাজে আসা-যাওয়া করেন, তাদের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।
ট্যাগস