১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১১:৫৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
  • / ১৪২ বার পড়া হয়েছে

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ বিভাগের কোনো কোনো স্থানে ঝড়-বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে তাপমাত্রা আরও কমতে পারে। শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

এ ছাড়া ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজশাহী, পাবনা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, পটুয়াখালী ও ভোলা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে বলে জানান শাহীনুল ইসলাম। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় মোংলা ও যশোরে। টানা ৯ দিন পর সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচে নামলো।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

আপডেট সময় ১১:৫৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ বিভাগের কোনো কোনো স্থানে ঝড়-বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে তাপমাত্রা আরও কমতে পারে। শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

এ ছাড়া ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজশাহী, পাবনা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, পটুয়াখালী ও ভোলা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে বলে জানান শাহীনুল ইসলাম। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় মোংলা ও যশোরে। টানা ৯ দিন পর সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচে নামলো।