আগস্ট মাসে মৌসুমী ভারী বৃষ্টিপাতে দেশের প্রধান নদ-নদীর পানি সমতল সামগ্রিকভাবে বাড়বে বলে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জাননো হয়েছে।
অগাস্টে বন্যার আভাস, সঙ্গে মৃদু তাপপ্রবাহ

- আপডেট সময় ১০:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ৩৪ বার পড়া হয়েছে
ভারি বর্ষণে ফলে চলতি মাসে উত্তর ও দক্ষিণের পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার অগাস্ট মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।
এ মাসে মৌসুমী নিম্নচাপ, মৃদু তাপপ্রবাহ হতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর।
আগস্ট মাসে মৌসুমী ভারী বৃষ্টিপাতে দেশের প্রধান নদ-নদীর পানি সমতল সামগ্রিকভাবে বাড়বে বলে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জাননো হয়েছে।
অধিদপ্তর বলছে, ভারী বৃষ্টিপাতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, অগাস্ট মাসে বঙ্গোপসাগরে একটি থেকে দুটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ৫-৬ দিন বিজলিসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এ আবহাওয়াবিদ জানিয়েছেন, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে।
আগামী তিন দিন ভারি বর্ষণের আভাস
আগামী তিন দিন ঢাকাসহ কয়েকদিন বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘন্টা রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘন্টা) থেকে অতি ভারি বর্ষণ (৮৮ মিমি এর বেশি) হতে পারে।
সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম