০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫
প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবে রপ্তানিমূল্য দেশে ফেরত না এনে অর্থপাচার করেছে, বলছে সিআইডি।

অটাম লুপ অ্যাপারেলসের এমডি গ্রেপ্তার

মইদুল হাসান - জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৪:৪৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ৩৬ বার পড়া হয়েছে

 

অর্থপাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ব্যবসায়িক সহযোগী প্রতিষ্ঠান অটাম লুপ অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিউর রহমানকে গ্রেপ্তার করেছে সিআইডি।

বুধবার বিকালে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ঢাকার মধ্যবাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন সংস্থার বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

তিনি বলেন, “আমরা আজ তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করেছি।”

সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জনতা ব্যাংকের মতিঝিল লোকাল অফিস শাখার মাধ্যমে ২০২০ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত তিনটি এলসির মাধ্যমে পণ্য রপ্তানি করে অটাম লুপ অ্যাপারেলস। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রপ্তানির চার মাসের মধ্যে রপ্তানিমূল্য দেশে ফেরত আনার বাধ্যবাধকতা থাকলেও প্রতিষ্ঠানটি তা ফেরত আনেনি।

প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবে রপ্তানিমূল্য দেশে ফেরত না এনে অর্থপাচার করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ওয়াসিউর রহমানের বিরুদ্ধে ৩৪ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর মতিঝিল থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

সিআইডি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, “ওয়াসির ও তার সহযোগীদের বিদেশে কোনো অবৈধ সম্পদ রয়েছে কি না, সে বিষয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে।”

বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের বিরুদ্ধে আত্মীয়স্বজনদের নামে একাধিক প্রতিষ্ঠান খুলে বিদেশে অর্থ পাচারের যে অভিযোগ রয়েছে, তারও তদন্ত চলছে বলে জানান আজাদ।

 

 

মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবে রপ্তানিমূল্য দেশে ফেরত না এনে অর্থপাচার করেছে, বলছে সিআইডি।

অটাম লুপ অ্যাপারেলসের এমডি গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৪৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

 

অর্থপাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ব্যবসায়িক সহযোগী প্রতিষ্ঠান অটাম লুপ অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিউর রহমানকে গ্রেপ্তার করেছে সিআইডি।

বুধবার বিকালে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ঢাকার মধ্যবাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন সংস্থার বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

তিনি বলেন, “আমরা আজ তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করেছি।”

সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জনতা ব্যাংকের মতিঝিল লোকাল অফিস শাখার মাধ্যমে ২০২০ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত তিনটি এলসির মাধ্যমে পণ্য রপ্তানি করে অটাম লুপ অ্যাপারেলস। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রপ্তানির চার মাসের মধ্যে রপ্তানিমূল্য দেশে ফেরত আনার বাধ্যবাধকতা থাকলেও প্রতিষ্ঠানটি তা ফেরত আনেনি।

প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবে রপ্তানিমূল্য দেশে ফেরত না এনে অর্থপাচার করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ওয়াসিউর রহমানের বিরুদ্ধে ৩৪ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর মতিঝিল থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

সিআইডি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, “ওয়াসির ও তার সহযোগীদের বিদেশে কোনো অবৈধ সম্পদ রয়েছে কি না, সে বিষয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে।”

বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের বিরুদ্ধে আত্মীয়স্বজনদের নামে একাধিক প্রতিষ্ঠান খুলে বিদেশে অর্থ পাচারের যে অভিযোগ রয়েছে, তারও তদন্ত চলছে বলে জানান আজাদ।

 

 

মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম