০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
বিভাগ হিসেবে প্রতিষ্ঠার ১০ বছর পর জাতীয় ক্রিকেট লিগে প্রথমবার দেখা যাবে ময়মনসিংহ বিভাগীয় দল।

অবশেষে জাতীয় লিগে আসছে ময়মনসিংহ, থাকছে না ঢাকা মেট্রো

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১২:০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ৫১ বার পড়া হয়েছে

বিসিবি সভায় নিশ্চিত করা হয় ময়মনসিংহ দলের অংশগ্রহণ। ছবি: বিসিবি।

 

প্রতিবারই দেশের ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরুর আগে একটি প্রশ্ন ছিল অবধারিত, ময়মনসিংহ বিভাগকে জাতীয় ক্রিকেট লিগে তবে দেখা যাবে? প্রতিবারই জানানো হতো নানারকম প্রক্রিয়া আর অনিশ্চয়তার কথা। এবার সেই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর মিলেছে। ময়মনসিংহের ক্রীড়াঙ্গনের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে।

সামনের জাতীয় ক্রিকেট লিগেই খেলবে ময়মনসিংহ বিভাগীয় ক্রিকেট দল। বিভাগ হিসেবে প্রতিষ্ঠার ১০ বছর পর শেষ পর্যন্ত জাতীয় লিগে দেখা যাবে এই বিভাগের প্রতিনিধি।

বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে শনিবার রাতে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান এই সুখবর দেন ময়মনসিংহ ক্রিকেটের জন্য।

এতদিন ঢাকা থেকে দুটি দলের অংশগ্রহণ ছিল জাতীয় লিগে। ঢাকা বিভাগীয় দল থেকে যাবে আগের মতোই। তবে ময়মনসিংহকে জায়গা করে দিকে বিলুপ্ত হয়ে যাবে ঢাকা মেট্রো।

আগামী মাসের জাতীয় লিগ টি-টোয়েন্টিতে অবশ্য ময়মনসিংহ থাকছে না। এই টুর্নামেন্টের নানা কিছু আগেই চূড়ান্ত হয়ে গেছে বলে এখানে ঢাকা মেট্রোই খেলবে। তবে এরপর জাতীয় লিগে বড় দৈর্ঘ্যের সংস্করণের আসর থেকে শুরু করে বিভাগীয় সব টুর্নামেন্টেই থাকবে ময়মনসিংহের অনুপস্থিতি।

ঢাকা মেট্রো দল বাদ করে দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন।

“২০১১ সালে যখন রংপুর বিভাগীয় দল এলো এবং টুর্নামেন্টের দলসংখ্যা ৬টি থেকে ৭টি করা হলো, তখন ঢাকা মেট্রো দলকেও আনা হলো, যাতে আটটি দল হয়। এটা বিসিবি সভার কার্যবিবরণীতেই আছে। এবার ময়মনসিংহকে আনলে দল ৯টি হয়ে যাচ্ছে। আগের সেই একই কারণে সমানসংখ্যক দল রাখতে একটি দল কমানো হচ্ছে।”

পাশ থেকে বিসিবি পরিচালক ইফতেখার যোগ করেন, “সূচির সুবিধার্থে আমাদের জোড় সংখ্যক দল প্রয়োজন। এজন্য আটটি দলই রাখা হয়েছে।”

টুর্নামেন্টের মান ধরে রাখার ব্যাপারটিও তুলে ধরলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল।

“কোয়ালিটির ব্যাপারটিও এখানে উল্লেখযোগ্য। আমরা চাইলেই ১০-১২টি দলও করতে পারি। কিন্তু মান ধরে রাখতে চাই। আমরা অনেক সময়ই শুনেছি, অনেকে প্রস্তাব দিয়েছে, আট দল না নিয়ে ছয় দল নিয়ে টুর্নামেন্ট হোক, তাহলে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কোনোদিন ছয় দলও হতে পারে, আপাতত আট দলই রাখছি আমরা।”

 

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

বিভাগ হিসেবে প্রতিষ্ঠার ১০ বছর পর জাতীয় ক্রিকেট লিগে প্রথমবার দেখা যাবে ময়মনসিংহ বিভাগীয় দল।

অবশেষে জাতীয় লিগে আসছে ময়মনসিংহ, থাকছে না ঢাকা মেট্রো

আপডেট সময় ১২:০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

 

প্রতিবারই দেশের ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরুর আগে একটি প্রশ্ন ছিল অবধারিত, ময়মনসিংহ বিভাগকে জাতীয় ক্রিকেট লিগে তবে দেখা যাবে? প্রতিবারই জানানো হতো নানারকম প্রক্রিয়া আর অনিশ্চয়তার কথা। এবার সেই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর মিলেছে। ময়মনসিংহের ক্রীড়াঙ্গনের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে।

সামনের জাতীয় ক্রিকেট লিগেই খেলবে ময়মনসিংহ বিভাগীয় ক্রিকেট দল। বিভাগ হিসেবে প্রতিষ্ঠার ১০ বছর পর শেষ পর্যন্ত জাতীয় লিগে দেখা যাবে এই বিভাগের প্রতিনিধি।

বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে শনিবার রাতে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান এই সুখবর দেন ময়মনসিংহ ক্রিকেটের জন্য।

এতদিন ঢাকা থেকে দুটি দলের অংশগ্রহণ ছিল জাতীয় লিগে। ঢাকা বিভাগীয় দল থেকে যাবে আগের মতোই। তবে ময়মনসিংহকে জায়গা করে দিকে বিলুপ্ত হয়ে যাবে ঢাকা মেট্রো।

আগামী মাসের জাতীয় লিগ টি-টোয়েন্টিতে অবশ্য ময়মনসিংহ থাকছে না। এই টুর্নামেন্টের নানা কিছু আগেই চূড়ান্ত হয়ে গেছে বলে এখানে ঢাকা মেট্রোই খেলবে। তবে এরপর জাতীয় লিগে বড় দৈর্ঘ্যের সংস্করণের আসর থেকে শুরু করে বিভাগীয় সব টুর্নামেন্টেই থাকবে ময়মনসিংহের অনুপস্থিতি।

ঢাকা মেট্রো দল বাদ করে দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন।

“২০১১ সালে যখন রংপুর বিভাগীয় দল এলো এবং টুর্নামেন্টের দলসংখ্যা ৬টি থেকে ৭টি করা হলো, তখন ঢাকা মেট্রো দলকেও আনা হলো, যাতে আটটি দল হয়। এটা বিসিবি সভার কার্যবিবরণীতেই আছে। এবার ময়মনসিংহকে আনলে দল ৯টি হয়ে যাচ্ছে। আগের সেই একই কারণে সমানসংখ্যক দল রাখতে একটি দল কমানো হচ্ছে।”

পাশ থেকে বিসিবি পরিচালক ইফতেখার যোগ করেন, “সূচির সুবিধার্থে আমাদের জোড় সংখ্যক দল প্রয়োজন। এজন্য আটটি দলই রাখা হয়েছে।”

টুর্নামেন্টের মান ধরে রাখার ব্যাপারটিও তুলে ধরলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল।

“কোয়ালিটির ব্যাপারটিও এখানে উল্লেখযোগ্য। আমরা চাইলেই ১০-১২টি দলও করতে পারি। কিন্তু মান ধরে রাখতে চাই। আমরা অনেক সময়ই শুনেছি, অনেকে প্রস্তাব দিয়েছে, আট দল না নিয়ে ছয় দল নিয়ে টুর্নামেন্ট হোক, তাহলে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কোনোদিন ছয় দলও হতে পারে, আপাতত আট দলই রাখছি আমরা।”

 

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম