“কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের মানি লন্ডারিং প্রতিরোধ, সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এবং আইএসএস রিপোর্টিং সংক্রান্ত বিধিবিধান সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বাড়বে,” বিজ্ঞপ্তিতে বলেছে সিটি ব্যাংক।
‘অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে’ সিটি ব্যাংকের কর্মশালা

- আপডেট সময় ১২:১৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে
‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ এবং আইএসএস রিপোর্টিং নিয়ে বরিশালে সিটি ব্যাংকের কর্মশালা হয়েছে।
শনিবার এ কর্মশালায় ব্যাংকের রিটেইল ও অপারেশনস বিভাগের ৪৩ কর্মকর্তা অংশগ্রহণ করেন বলে ব্যাংকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের মানি লন্ডারিং প্রতিরোধ, সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এবং আইএসএস রিপোর্টিং সংক্রান্ত বিধিবিধান সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বাড়বে। যে কারণে সিটি ব্যাংক নিয়মিত এ ধরনের সক্ষমতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে আসছে।”
কর্মশালায় সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের পরিচালক ইমতিয়াজ আহমদ মাসুম বক্তব্য দেন। সিটি ব্যাংকের ফাইন্যান্স বিভাগের প্রধান মো. রাকিব উদ্দিন আহমেদ ও জাহেদুল ইসলাম কর্মশালায় উপস্থিত ছিলেন।
মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম