০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫

অসমে ভয়াবহ বন্যায় ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, মৃত ২

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
  • / ১০৭ বার পড়া হয়েছে

ভারতের অসমে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছ এবং এ পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গতকাল (শুক্রবার) পর্যন্ত অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের প্রতিবেদনে প্রকাশ, বর্তমানে ১৯টি জেলার ১,৫৩৮টি গ্রাম এবং দু’টি শহরাঞ্চলে ৪,৮৮,৫২৫ জন বন্যায়  ক্ষতিগ্রস্ত হয়েছে।  রাজ্যটিতে একনাগাড়ে বৃষ্টির জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়েছে।  এরফলে ক্রমশ বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কামরূপ, গোয়ালপাড়া, ধুবড়ি, বাকসা, শোণিতপুর ও বজালি জেলা। বজালি থেকে নলবাড়ি পর্যন্ত আশি হাজারের উপর এবং বড়পেটায় সত্তর হাজারের উপর মানুষ বন্যার কবলে পড়েছে।

জানা গেছে, রাজ্যের বিভিন্ন জায়গায় ব্রহ্মপুত্রসহ দশটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে।

যার মধ্যে বাকসা জেলায় পুঁটিমারি নদী বিপদসীমার অনেকটাই উপর দিয়ে বইছে। জোড়হাটে বিপদসীমার উপরে রয়েছে ব্রহ্মপুত্র নদ। চলতি বছরে অসমে বন্যার প্রথম তরঙ্গে মানুষ ছাড়াও, ৪ লাখ ২৭ হাজার ৪৭৪টি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সূত্রে প্রকাশ, এ পর্যন্ত ২০০ টিরও বেশি গৃহপালিত পশু এবং বন্য প্রাণী ভেসে গেছে।

রাজ্যের বিভিন্ন জেলা থেকে সেতু, স্কুল এবং বাড়ির মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বন্যার পানিতে তিন জেলায় ১৪টি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৪টি জেলার ২১৩টি এলাকায় অন্যান্য অবকাঠামোর ক্ষতির খবর পাওয়া গেছে। বর্তমানে ১০,৭৮২ হেক্টর ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে  গেছে, যার ফলে বিপুল পরিমাণ ফসল নষ্ট হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

অসমে ভয়াবহ বন্যায় ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, মৃত ২

আপডেট সময় ০২:৩৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩

ভারতের অসমে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছ এবং এ পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গতকাল (শুক্রবার) পর্যন্ত অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের প্রতিবেদনে প্রকাশ, বর্তমানে ১৯টি জেলার ১,৫৩৮টি গ্রাম এবং দু’টি শহরাঞ্চলে ৪,৮৮,৫২৫ জন বন্যায়  ক্ষতিগ্রস্ত হয়েছে।  রাজ্যটিতে একনাগাড়ে বৃষ্টির জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়েছে।  এরফলে ক্রমশ বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কামরূপ, গোয়ালপাড়া, ধুবড়ি, বাকসা, শোণিতপুর ও বজালি জেলা। বজালি থেকে নলবাড়ি পর্যন্ত আশি হাজারের উপর এবং বড়পেটায় সত্তর হাজারের উপর মানুষ বন্যার কবলে পড়েছে।

জানা গেছে, রাজ্যের বিভিন্ন জায়গায় ব্রহ্মপুত্রসহ দশটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে।

যার মধ্যে বাকসা জেলায় পুঁটিমারি নদী বিপদসীমার অনেকটাই উপর দিয়ে বইছে। জোড়হাটে বিপদসীমার উপরে রয়েছে ব্রহ্মপুত্র নদ। চলতি বছরে অসমে বন্যার প্রথম তরঙ্গে মানুষ ছাড়াও, ৪ লাখ ২৭ হাজার ৪৭৪টি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সূত্রে প্রকাশ, এ পর্যন্ত ২০০ টিরও বেশি গৃহপালিত পশু এবং বন্য প্রাণী ভেসে গেছে।

রাজ্যের বিভিন্ন জেলা থেকে সেতু, স্কুল এবং বাড়ির মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বন্যার পানিতে তিন জেলায় ১৪টি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৪টি জেলার ২১৩টি এলাকায় অন্যান্য অবকাঠামোর ক্ষতির খবর পাওয়া গেছে। বর্তমানে ১০,৭৮২ হেক্টর ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে  গেছে, যার ফলে বিপুল পরিমাণ ফসল নষ্ট হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।