০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫
খুশি লিখেছেন, “আপাতত বাংলা সিনেমার বিদেশে বাঙালি হৃদয় জয়ের দর্শক সারিতে আমি। আমার দেশের সিনেমার জয় হোক।“

অস্ট্রেলিয়ায় ‘উৎসব’: সৌম্য-দিব্যকে জড়িয়ে ধরে কাঁদলেন অভিনেত্রী শাহনাজ খুশি

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৫:৫৭:২০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

তানিম নূরের ‘উৎসব’ দেশ মাতানোর পাশাপাশি দাপটে চলছে অস্ট্রেলিয়ায়। প্রবাসী দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখেছেন অভিনেত্রী শাহনাজ খুশি। যেখানে তার ছেলে সৌম্য জ্যোতি অভিনয় করেছেন। সিনেমা দেখতে বসে ছেলের জন্য গর্বে-ভালোবাসায় কেঁদেছেন এই মা

 

তানিম নূরের ‘উৎসব’ দেশ মাতানোর পাশাপাশি দাপটে চলছে অস্ট্রেলিয়ায়। প্রবাসী দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখেছেন অভিনেত্রী শাহনাজ খুশি। যেখানে তার ছেলে সৌম্য জ্যোতি অভিনয় করেছেন। সিনেমা দেখতে বসে ছেলের জন্য গর্বে-ভালোবাসায় কেঁদেছেন এই মা।

কোরবানির ঈদে দেশে মুক্তির পর ২১ জুন থেকে ‘উৎসব’ দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার বসবাসরত বাঙালিরা।

সিনেমা মুক্তির সূচি ঘোষণার পর ১৩ দিনের টিকেট শেষ হয়ে যাওয়ায় ‘উৎসব’ আদৌ দেখা যাবে কি না সেটি নিয়ে সংশয়ের পড়েন খুশির পরিবার।

অবশেষে খুশি তার দুই ছেলে সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি উচ্ছ্বাস এবং স্বামী নাট্যকার অভিনেতা বৃন্দাবন দাসকে নিয়ে ‘উৎসব’ দেখেছেন।

সিনেমা দেখে দুই ছেলেকে জড়িয়ে ধরে দর্শকদের সামনে কেঁদেছেন খুশি ও বৃন্দাবন দাস। তারপর ফেইসবুকে লিখেছেন মনের আবেগের কথা।

মা দিবসসহ আরো কয়েকটি অনুষ্ঠানের জন্য গত মে মাস থেকে অস্ট্রেলিয়ায় আছে খুশি। তখন পুরো পরিবারই একসঙ্গে ছিল।

পরে কোরবানির ঈদে সিনেমা মুক্তি উপলক্ষে সৌম্য জ্যোতি ও তার বাবা বৃন্দাবন দাস দেশে আসেন। শাহনাজ খুশি জানিয়েছেন সম্প্রতি সৌম্য ও বৃন্দাবন দাস অস্ট্রেলিয়া পৌঁছেছেন।

এরপর তারা একসঙ্গে সিনেমাটি দেখার পরিকল্পনা করেন। কিন্তু চারটি টিকে পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। পরিবেশকদের বলেও কাজ হয়নি।

পরে একটি পরিবার চারটি টিকেট ফেরত দেওয়ায়, সেই টিকেটে ছেলের সিনেমা দেখার সুযোগ মেলে খুশি, বৃন্দাবনের।সৌসোমম্য জ্যোতি ও দিব্য জ

ফেইসবুকে এই অভিনেত্রী লিখেছেন, “অবশেষে প্রায় একমাস পরে, পরম কাঙ্খিত “উৎসব “ সিনেমা দেখা হল আমার, সেটাও দেশের বাইরের সিনেমা হলে, আমার বাচ্চাদের সাথে।

“সিনেমার হাজার রিভিও পড়েছি আর অধীর আগ্রহে অপেক্ষা করেছি বাংলাদেশের মন জয় করা সিনেমাটি দেখার জন্য। এই অপেক্ষার আরও একটি অন‍্যতম প্রাণ চঞ্চল করা কারণ, আমার সৌম‍্য একটা ছোট্ট অংশ সেখানে। সেই বাচ্চাটার একটা সিনেমা মুক্তি হয়েছে আর আমি ছিলাম না ওর সাথে এবং দেখাও হয়নি। রোজই সিনেমা হল থেকে ফিরে ছবি/ভিডিও পাঠাত আর ফোন করে কাঁদত। অবশেষে অস্ট্রেলিয়ায় সেই কাঙ্খিত সময়। আমি অন্যের টিকেটে দেখার সুযোগ পেলাম।“

ছেলের সিনেমা দেখার পর অনুভূতি প্রকাশ করে খুশি লিখেছেন, “সব মায়েরা বুঝতে পারবে আমার এ আবেগ। আমি প্রচণ্ড আবেগপ্রবণ মানুষ, সিনেমা দেখে আনন্দ-বেদনা এবং পরিপূর্ণ সুখানুভূতিতে পুরো কুয়াশায় ডেকে গেলাম।

“কত শত রিভিউ দেখেছি, কিছু বাকি নাই আর। তবুও নিজেকে গুছিয়ে, আরও ২/৪ টা শো তে সবার অনুভূতি দেখার সুযোগ হবে আমার, তারপরে চেষ্টা করবো কিছু লিখতে।“

বাংলা সিনেমা বাঙালির সংস্কৃতি অলঙ্কৃত করুক জানিয়ে খুশি লিখেছেন, “আপাতত বাংলা সিনেমার বিদেশে বাঙালি হৃদয় জয়ের দর্শক সারিতে আমি। আমার দেশের সিনেমার জয় হোক।“

থ্রিলার, অ্যাকশন আর সহিংসতার বাইরে পারিবারিক গল্পের এই সিনেমাটি চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘অ্যা ক্রিসমাস ক্যারলের’ ছায়া অবলম্বনে নির্মাণ করেছেন তানিম।

সিনেমার গল্প এক কৃপণ ব্যক্তিকে কেন্দ্র করে গল্প। এক উৎসবের রাতে অতীতের তিন ব্যবসায়িক অংশীদারের আত্মা তার সামনে এসে হাজির হয়। তারা ওই ব্যবসায়ীকে সঙ্গে বরে নিয়ে যায় তার অতীত, বর্তমান দিনে এমনকি ভবিষ্যতেও। তিন সময়র ওই সফরে বদলে যেতে থাকে কৃপণ মানুষটি।

এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।

সূত্র :  ফেইসবুকে লিখেছেন / সিনেমার  রিভিও

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

খুশি লিখেছেন, “আপাতত বাংলা সিনেমার বিদেশে বাঙালি হৃদয় জয়ের দর্শক সারিতে আমি। আমার দেশের সিনেমার জয় হোক।“

অস্ট্রেলিয়ায় ‘উৎসব’: সৌম্য-দিব্যকে জড়িয়ে ধরে কাঁদলেন অভিনেত্রী শাহনাজ খুশি

আপডেট সময় ০৫:৫৭:২০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

তানিম নূরের ‘উৎসব’ দেশ মাতানোর পাশাপাশি দাপটে চলছে অস্ট্রেলিয়ায়। প্রবাসী দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখেছেন অভিনেত্রী শাহনাজ খুশি। যেখানে তার ছেলে সৌম্য জ্যোতি অভিনয় করেছেন। সিনেমা দেখতে বসে ছেলের জন্য গর্বে-ভালোবাসায় কেঁদেছেন এই মা।

কোরবানির ঈদে দেশে মুক্তির পর ২১ জুন থেকে ‘উৎসব’ দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার বসবাসরত বাঙালিরা।

সিনেমা মুক্তির সূচি ঘোষণার পর ১৩ দিনের টিকেট শেষ হয়ে যাওয়ায় ‘উৎসব’ আদৌ দেখা যাবে কি না সেটি নিয়ে সংশয়ের পড়েন খুশির পরিবার।

অবশেষে খুশি তার দুই ছেলে সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি উচ্ছ্বাস এবং স্বামী নাট্যকার অভিনেতা বৃন্দাবন দাসকে নিয়ে ‘উৎসব’ দেখেছেন।

সিনেমা দেখে দুই ছেলেকে জড়িয়ে ধরে দর্শকদের সামনে কেঁদেছেন খুশি ও বৃন্দাবন দাস। তারপর ফেইসবুকে লিখেছেন মনের আবেগের কথা।

মা দিবসসহ আরো কয়েকটি অনুষ্ঠানের জন্য গত মে মাস থেকে অস্ট্রেলিয়ায় আছে খুশি। তখন পুরো পরিবারই একসঙ্গে ছিল।

পরে কোরবানির ঈদে সিনেমা মুক্তি উপলক্ষে সৌম্য জ্যোতি ও তার বাবা বৃন্দাবন দাস দেশে আসেন। শাহনাজ খুশি জানিয়েছেন সম্প্রতি সৌম্য ও বৃন্দাবন দাস অস্ট্রেলিয়া পৌঁছেছেন।

এরপর তারা একসঙ্গে সিনেমাটি দেখার পরিকল্পনা করেন। কিন্তু চারটি টিকে পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। পরিবেশকদের বলেও কাজ হয়নি।

পরে একটি পরিবার চারটি টিকেট ফেরত দেওয়ায়, সেই টিকেটে ছেলের সিনেমা দেখার সুযোগ মেলে খুশি, বৃন্দাবনের।সৌসোমম্য জ্যোতি ও দিব্য জ

ফেইসবুকে এই অভিনেত্রী লিখেছেন, “অবশেষে প্রায় একমাস পরে, পরম কাঙ্খিত “উৎসব “ সিনেমা দেখা হল আমার, সেটাও দেশের বাইরের সিনেমা হলে, আমার বাচ্চাদের সাথে।

“সিনেমার হাজার রিভিও পড়েছি আর অধীর আগ্রহে অপেক্ষা করেছি বাংলাদেশের মন জয় করা সিনেমাটি দেখার জন্য। এই অপেক্ষার আরও একটি অন‍্যতম প্রাণ চঞ্চল করা কারণ, আমার সৌম‍্য একটা ছোট্ট অংশ সেখানে। সেই বাচ্চাটার একটা সিনেমা মুক্তি হয়েছে আর আমি ছিলাম না ওর সাথে এবং দেখাও হয়নি। রোজই সিনেমা হল থেকে ফিরে ছবি/ভিডিও পাঠাত আর ফোন করে কাঁদত। অবশেষে অস্ট্রেলিয়ায় সেই কাঙ্খিত সময়। আমি অন্যের টিকেটে দেখার সুযোগ পেলাম।“

ছেলের সিনেমা দেখার পর অনুভূতি প্রকাশ করে খুশি লিখেছেন, “সব মায়েরা বুঝতে পারবে আমার এ আবেগ। আমি প্রচণ্ড আবেগপ্রবণ মানুষ, সিনেমা দেখে আনন্দ-বেদনা এবং পরিপূর্ণ সুখানুভূতিতে পুরো কুয়াশায় ডেকে গেলাম।

“কত শত রিভিউ দেখেছি, কিছু বাকি নাই আর। তবুও নিজেকে গুছিয়ে, আরও ২/৪ টা শো তে সবার অনুভূতি দেখার সুযোগ হবে আমার, তারপরে চেষ্টা করবো কিছু লিখতে।“

বাংলা সিনেমা বাঙালির সংস্কৃতি অলঙ্কৃত করুক জানিয়ে খুশি লিখেছেন, “আপাতত বাংলা সিনেমার বিদেশে বাঙালি হৃদয় জয়ের দর্শক সারিতে আমি। আমার দেশের সিনেমার জয় হোক।“

থ্রিলার, অ্যাকশন আর সহিংসতার বাইরে পারিবারিক গল্পের এই সিনেমাটি চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘অ্যা ক্রিসমাস ক্যারলের’ ছায়া অবলম্বনে নির্মাণ করেছেন তানিম।

সিনেমার গল্প এক কৃপণ ব্যক্তিকে কেন্দ্র করে গল্প। এক উৎসবের রাতে অতীতের তিন ব্যবসায়িক অংশীদারের আত্মা তার সামনে এসে হাজির হয়। তারা ওই ব্যবসায়ীকে সঙ্গে বরে নিয়ে যায় তার অতীত, বর্তমান দিনে এমনকি ভবিষ্যতেও। তিন সময়র ওই সফরে বদলে যেতে থাকে কৃপণ মানুষটি।

এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।

সূত্র :  ফেইসবুকে লিখেছেন / সিনেমার  রিভিও

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম