০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

অহংকার বেড়েছে বিএনপির: শাজাহান খান

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • / ১০০ বার পড়া হয়েছে

‘সুপ্রীম কোর্টে আওয়ামী লীগ ভোট চুরি করে’ বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের কঠোর সমলোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য শাজাহান খান।

বুধবার (১৫ মার্চ) বিকেলে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর এলাকায় ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের খাল খনন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শাজাহান খান বলেন, সুপ্রীম কোর্টে দুটি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে।

তার মধ্যে একটি দল জয়লাভ করবে, আরেকটি পরাজয়বরণ করবে এটাই স্বাভাবিক। আওয়ামী লীগ জয়লাভ করলে বিএনপি মনে করে নির্বাচন সঠিক হয়নি। আর বিএনপি জয়লাভ করলে নির্বাচন সঠিক, এটা তাদের ধারণা। সুপ্রীম কোর্টে আইনজীবীরা যাদের ভোট দেবে তারাই নির্বাচিত হবে। এ ঘটনাকে মির্জা ফকরুল ইসলাম আলমগীর ভিন্নখাতে প্রবাহিত করার জন্য উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন।

মির্জা ফকরুল প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করেছেন তারও কঠোর সমলোচনা করেন শাজাহান খান। তিনি বলেন, বিএনপির অহংকার বেড়েছে। তারা মনে করে, সমাবেশ আর মিছিলের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। তা কিন্তু পারে নাই। বিএনপি নানা কথাবার্তা অনেক আগ থেকেই বলে আসছে, এখনো বলছে। ভবিষ্যতে এমন অপপ্রচার করেই যাবে।

কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফায়েকুজ্জামান বাবুলের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান, সদর উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন টুকুসহ অনেকেই।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

অহংকার বেড়েছে বিএনপির: শাজাহান খান

আপডেট সময় ১০:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

‘সুপ্রীম কোর্টে আওয়ামী লীগ ভোট চুরি করে’ বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের কঠোর সমলোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য শাজাহান খান।

বুধবার (১৫ মার্চ) বিকেলে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর এলাকায় ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের খাল খনন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শাজাহান খান বলেন, সুপ্রীম কোর্টে দুটি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে।

তার মধ্যে একটি দল জয়লাভ করবে, আরেকটি পরাজয়বরণ করবে এটাই স্বাভাবিক। আওয়ামী লীগ জয়লাভ করলে বিএনপি মনে করে নির্বাচন সঠিক হয়নি। আর বিএনপি জয়লাভ করলে নির্বাচন সঠিক, এটা তাদের ধারণা। সুপ্রীম কোর্টে আইনজীবীরা যাদের ভোট দেবে তারাই নির্বাচিত হবে। এ ঘটনাকে মির্জা ফকরুল ইসলাম আলমগীর ভিন্নখাতে প্রবাহিত করার জন্য উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন।

মির্জা ফকরুল প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করেছেন তারও কঠোর সমলোচনা করেন শাজাহান খান। তিনি বলেন, বিএনপির অহংকার বেড়েছে। তারা মনে করে, সমাবেশ আর মিছিলের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। তা কিন্তু পারে নাই। বিএনপি নানা কথাবার্তা অনেক আগ থেকেই বলে আসছে, এখনো বলছে। ভবিষ্যতে এমন অপপ্রচার করেই যাবে।

কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফায়েকুজ্জামান বাবুলের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান, সদর উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন টুকুসহ অনেকেই।