আসছে মৌসুমে লিভারপুলের খেলোয়াড়দের জার্সিতে লেখা থাকবে, ‘ফরএভার ২০।’
অ্যানফিল্ডে জটাকে চিরস্থায়ী করতে লিভারপুলের আয়োজন

- আপডেট সময় ০৯:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দিয়োগো জটা ও তার ভাই আন্দ্রে সিলভা স্মরণে অ্যানফিল্ডে তাদের স্থায়ী ভাষ্কর্য স্থাপনের ঘোষণা দিয়েছে লিভারপুল।
এছাড়া মৌসুমজুড়ে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের জার্সিতে লেখা থাকবে ‘ফরএভার ২০’।
লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড জটা ও তার ভাই সিলভা গত ৩ জুলাই স্পেনের থামোরায় এক গাড়ি দুর্ঘটনায় মারা যান। সিলভাও ফুটবলার ছিলেন, খেলতেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে।
জটার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০ নম্বর জার্সি অবসর পাঠিয়েছে লিভারপুল। ক্লাবটির পুরুষ ও নারী ফুটবল দলের কোনো পর্যায়ে কেউ আর এই জার্সি পরবে না।
পর্তুগিজ ফরোয়ার্ডের অকাল প্রয়ানের পর ভক্তরা অ্যানফিল্ডে যে সব জিনিস দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, সেগুলো রিসাইকল করেই হবে ভাস্কর্য। আগামী ১৫ অগাস্ট বোর্নমাউথের বিপক্ষে মৌসুমের প্রথম হোম ম্যাচে ভক্তদের মোজাইক বানানোর ও এক মিনিট নীরবতার পরিকল্পনা নিয়েছে লিভারপুল।
আগামী ৪ অগাস্ট অ্যানফিল্ডে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে প্রাক মৌসুম ম্যাচেও জটার প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন ভক্তরা। এশিয়ায় দুটি প্রীতি ম্যাচে ‘দিয়োগা জে ২০’ লেখা জার্সি পরে খেলবেন লিভারপুলের খেলোয়াড়রা।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি জানিয়েছে, যদি সমর্থকরা ‘দিয়োগা জে ২০’ লেখা জার্সি পরে জটাকে শ্রদ্ধা জানান, সেক্ষেত্রে এই ক্রয়ের লাভ যাবে ক্লাবের দাতব্য সংস্থা এলএফসি ফাউন্ডেশনে। এই সংস্থা জটার নামে তৃণমূল পর্যায়ে কর্মসূচি নেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়া আগামী ১০ অগাস্ট ওয়েম্বলিতে কমিউনিটি শিল্ডে জটার প্রতি শ্রদ্ধা জানাতে লিভারপুলের সঙ্গে আলোচনা করবে ফুটবল অ্যাসোসিয়েশন।
ক্রীড়া প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম