ব্যবহারকারীরা এখন তাদের প্রিয় গান, অ্যালবাম, আর্টিস্ট কিংবা প্লেলিস্ট লাইব্রেরির ওপরে পিন করে রাখতে পারবেন।
অ্যান্ড্রয়েডে আসছে অ্যাপল মিউজিকের নতুন সংস্করণ

- আপডেট সময় ০২:১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ৪৭ বার পড়া হয়েছে
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘অ্যাপল মিউজিক’-এর ৫.০ বেটা সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল, যেখানে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে গানের লিরিক ও অনুবাদে যুক্ত হয়েছে নতুন নকশা।
তবে ‘নাইন টু ফাইভ গুগলে’র প্রতিবেদন অনুযায়ী এই সংস্করণে আইওএস ২৬ এর মত ‘লিকুইড গ্লাস’ ডিজাইন দেখা যাচ্ছে না।
‘লিকুইড গ্লাস’ হলো অ্যাপলের নতুন ভিজুয়াল ডিজাইনের নাম, যা নতুন আইওএস সংস্করণে যুক্ত হয়েছে। অ্যান্ড্রয়েড অ্যাপে এই ডিজাইন ভবিষ্যতে আসবে কি না তা এখনও নিশ্চিত নয়।
তবে আইওএস ২৬ সংস্করণের কিছু পরিবর্তন এ বেটা সংস্করণে এসেছে। যেমন আগে যেসব বাটন আয়াতকার ও গোল কোণার ছিল এখন সেগুলো বড় আকৃতির বাটন। এ নতুন বাটনগুলো অ্যালবাম, প্লেলিস্ট এবং কিউ-তে থাকা গানগুলোর ওপরে দেখা যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
নতুন আপডেটে উল্লেখযোগ্য একটি ফিচার হলো ব্যবহারকারীরা এখন তাদের প্রিয় গান, অ্যালবাম, আর্টিস্ট কিংবা প্লেলিস্ট লাইব্রেরির ওপরে পিন করে রাখতে পারবেন। ফলে যেসব কনটেন্ট বার বার শুনতে ইচ্ছে করবে তা সহজে খুঁজে পাওয়া সম্ভব হবে। চাইলে পিন করা আইটেমগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসে ডাউনলোড হওয়ার জন্য সেট করা যাবে।
নাইন টু ফাইভ গুগল লিখেছে, পিন করা কনটেন্ট আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মেই সিংক হবে। আবার, যখন প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন শুধু লাইব্রেরিতে গিয়ে কোনো কনটেন্ট লং-প্রেস করলেই সহজেই আনপিন করা যাবে।
আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো “লিরিকস ট্রান্সলেশন অ্যান্ড প্রনাউন্সিয়েশন গাইড”। আইফোনে এটি অ্যাপল ইন্টেলিজেন্সের সহায়তায় চললেও অ্যান্ড্রয়েড সংস্করণে এই সুবিধাটি সম্ভবত গুগলের নিজস্ব এআই প্রযুক্তির মাধ্যমে চলবে।
এই ফিচারের মাধ্যমে গান চলার সময় ব্যবহারকারী লাইভ অনুবাদ ও উচ্চারণ নির্দেশনা দেখতে পারবেন, যা ভিন্ন ভাষার গান বুঝতে সহায়ক হবে।
এ ছাড়াও, অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে তাদের মাসিক ও বাৎসরিক রিপ্লে স্ট্যাটিসটিকস অর্থাৎ কোন গান কতবার শুনেছেন, কোন আর্টিস্টকে সবচেয়ে বেশি শুনেছেন ইত্যাদি দেখতে পারবেন।
তবে একটি বড় সীমাবদ্ধতা হলো আইওএস ২৬-এর জন্য চালু হওয়া নতুন “অটোমিক্স” ফিচারটি এখনো অ্যান্ড্রয়েডে আসছে না। অটোমিক্স একটি উন্নত ক্রসফেডিং টুল, যা দুইটি গানের মাঝে ডিজে-স্টাইলের ট্রানজিশন তৈরি করে এক গানের শেষ অংশের সাথে অন্যটির শুরু মিশিয়ে তালে তালে বেজে ওঠে ড্রাম বা বেইস লুপস। তবে এটি অ্যান্ড্রয়েডে আদৌ আসবে কি না, সে বিষয়ে অ্যাপল এখনো মুখ খোলেনি।
প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম