গত বছর ওপেনএআইয়ের সঙ্গে চুক্তি করে তাদের চ্যাটজিপিটি অ্যাপটি আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারে যোগ করে অ্যাপল।
অ্যাপলের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলার পরিকল্পনা মাস্কের

- আপডেট সময় ১১:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে
অ্যাপলের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগ এনে ‘তাৎক্ষণিকভাবে’ আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
সোমবার অ্যাপল বিষয়ে মাস্কের দাবি, অ্যাপলের পক্ষপাতমূলক আচরণের কারণে তার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর স্টার্টআপ ‘এক্সএআই’-এর তৈরি গ্রক এআই অ্যাপটি অ্যাপল চার্ট র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে, যা অ্যান্টিট্রাস্ট আইনের লঙ্ঘন।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে মাস্ক লিখেছেন, “অ্যাপল এমনভাবে আচরণ করছে যাতে ওপেনএআই ছাড়া অন্য কোনো এআই কোম্পানি অ্যাপ স্টোরে এক নম্বরে যেতে না পারে। এটা স্পষ্টভাবে একচেটিয়া ব্যবসার নিয়ম লঙ্ঘন। এর বিরুদ্ধে এক্সএআই এখনই আইনি পদক্ষেপ নেবে।”
এ বিষয়ে সিএনবিসির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি অ্যাপল।
আরেকটি এক্স পোস্টে মাস্ক লিখেছেন, “আপনারা কেন ‘মাস্ট হ্যাভ’ সেকশনে এক্স বা গ্রক-এর কোনোটাকেই রাখছেন না? যেখানে বিশ্বের এক নম্বর নিউজ অ্যাপ এক্স সেখানে সব অ্যাপের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে গ্রক। আপনারা কি রাজনীতি খেলছেন?”
গত বছর ওপেনএআইয়ের সঙ্গে চুক্তি করে তাদের চ্যাটজিপিটি অ্যাপটি আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারে যোগ করে অ্যাপল।
ওই সময় মাস্ক বলেছিলেন, “অ্যাপল যদি নিজেদের অপারেটিং সিস্টেমের ভেতরেই ওপেনএআইকে যোগ করে তবে আমার সব কোম্পানিতে অ্যাপল ডিভাইসের ব্যবহার নিষিদ্ধ করবো আমি। কারণ, অ্যাপলের এমন কাজ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।”
অ্যাপলের বিরুদ্ধে আইনি হুমকি দেওয়ার আগে আনন্দ প্রকাশ করে মাস্ক বলেছিলেন, অ্যাপ স্টোরে সেরা ফ্রি অ্যাপগুলোর তালিকায় গুগলকে ছাড়িয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে তার তৈরি গ্রক অ্যাপটি।
তবে সম্ভাব্য মামলার বিষয়ে আরও তথ্য জানতে এক্সএআইয়ের সঙ্গে সিএনবিসি যোগাযোগ করলেও সাড়া দেয়নি এআই স্টার্টআপটি।
এদিকে, বৃহস্পতিবার নিজেদের নতুন ও সবচেয়ে উন্নতমানের এআই মডেল জিপিটি-৫ উন্মোচন করেছে ওপেনএআই, যেটি এক্সএআইয়ের নতুন চ্যাটবট গ্রক ৪ উন্মোচনের এক মাস পর এল বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।
অল্টম্যান ও মাস্কের মধ্যে বেশ পুরোনো মতবিরোধ রয়েছে। তারা প্রায়ই একে অপরকে কটাক্ষ করে কথা বলেন। এই বিরোধের মূল কারণ হচ্ছে, ওপেনএআইয়ের মূল উদ্দেশ্য নিয়ে তাদের মতের অমিল।
২০১৫ সালে তারা দুজনে মিলে একসঙ্গে শুরু করেছিলেন কোম্পানিটি। ওই সময় তাদের লক্ষ্য ছিল, ওপেনএআই কেবল অলাভজনক এআই গবেষণা প্রতিষ্ঠান হিসেবেই কাজ করবে।
তবে বর্তমানে অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভবান কোম্পানি হিসেবে রূপান্তরিত হওয়ার চেষ্টা করছে ওপেনএআই। এর আগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন মাস্ক, যেখানে তিনি চুক্তিভঙ্গের অভিযোগ তুলেছিলেন। তবে পরে সেই মামলা তুলে নেন তিনি।
প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম