তরুণ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যত নেতৃত্ব গঠনের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে রাজশাহী সরকারি মহিলা কলেজে ‘তারুণ্যের উৎসব’

- আপডেট সময় ০২:০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে রাজশাহী সরকারি মহিলা কলেজের তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হল ‘ফেসটিভাল অব ইয়থ ২০২৫’।
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে রাজশাহী সরকারি মহিলা কলেজের তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হল ‘ফেসটিভাল অব ইয়থ ২০২৫’।
তরুণ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যত নেতৃত্ব গঠনের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আইএফআইসি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক। বিশেষ অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার মো. মনিতুর রহমান। সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. সারওয়ার জাহান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ আয়োজনে শিক্ষার্থীদের জন্য আর্থিক পরিকল্পনা ও তার প্রয়োজনীয়তা, সঞ্চয়ের গুরুত্ব ও কৌশল, ব্যাংকিং খাত ও সেবার সংক্ষিপ্ত বিবরণ, ডিজিটাল আর্থিক সেবা, সাইবার নিরাপত্তা ও জাল নোট শনাক্তকরণ, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যাংকিং খাতে ক্যারিয়ার গঠনের মত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়।