০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

আইনশৃঙ্খলা রক্ষা খাতে বরাদ্দ বাড়ছে ১১০০ কোটি টাকা

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৯:১৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • / ১৬৯ বার পড়া হয়েছে

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ২৫ হাজার ৬৯৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় ১ হাজার ১০১ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার (১ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রস্তাবিত বাজেট বলা হয়, ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জননিরাপত্তা বিভাগের (পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী) জন্য ২৫ হাজার ৬৯৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত অর্থবছর ছিল ২৪ হাজার ৫৯৪ কোটি টাকা। যদিও গত অর্থবছরে জননিরাপত্তা বিভাগের সংশোধিত বাজেট ছিল ২২ হাজার ৫৭৫ কোটি টাকা।

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে সাত লাখ ৬১ লাখ ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। এর আগে ২৫ জুন ২০২৩-২৪ অর্থবছরের অর্থবিল পাস করা হবে। বাজেট কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

আইনশৃঙ্খলা রক্ষা খাতে বরাদ্দ বাড়ছে ১১০০ কোটি টাকা

আপডেট সময় ০৯:১৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ২৫ হাজার ৬৯৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় ১ হাজার ১০১ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার (১ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রস্তাবিত বাজেট বলা হয়, ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জননিরাপত্তা বিভাগের (পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী) জন্য ২৫ হাজার ৬৯৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত অর্থবছর ছিল ২৪ হাজার ৫৯৪ কোটি টাকা। যদিও গত অর্থবছরে জননিরাপত্তা বিভাগের সংশোধিত বাজেট ছিল ২২ হাজার ৫৭৫ কোটি টাকা।

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে সাত লাখ ৬১ লাখ ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। এর আগে ২৫ জুন ২০২৩-২৪ অর্থবছরের অর্থবিল পাস করা হবে। বাজেট কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।