আইপিএল খেলতে যাচ্ছেন লিটন, জানা গেল সময়

- আপডেট সময় ১০:৪৩:১০ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ১৫৭ বার পড়া হয়েছে
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ থাকায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে শুরুর দিকে যেতে পারেননি লিটন দাস। এতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছাড়পত্র না মেলায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে এখনও টাইগারদের এই ওপেনারের ছায়া পড়েনি।
আইরিশদের বিপক্ষে শুক্রবার (৭ এপ্রিল) সফরের একমাত্র টেস্টে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। আর এরই মধ্যে আসরে দুটি ম্যাচ খেলে ফেলেছে কেকেআর। এদিকে আইপিএল থেকে আগেভাগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব আল হাসান। তাই ক্রিকেট সমর্থকদের যত আগ্রহ এখন লিটনকে ঘিরেই। লিটন কবে কেকেআর শিবিরে পাড়ি জমাচ্ছেন, এই নিয়েই মাতোয়ারা টাইগার সমর্থকরা।
তবে শেষ পর্যন্ত সেই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। রোববার (৯ এপ্রিল) কলকাতায় যাচ্ছেন এই উইকেট-কিপার ব্যাটার। এদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দেবেন তিনি। শনিবার রাতে বিসিবির প্রটোকল ম্যানেজার ওয়াসিম খান এই তথ্য নিশ্চিত করেছেন।