উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে জনপ্রিয় অ্যাপল ডিভাইস। অন্যদিকে প্রায় তিনশ কোটি মানুষ ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ।
আইফোন, ম্যাক ডিভাইসে আপডেট নিতে বলল হোয়াটসঅ্যাপ

- আপডেট সময় ০১:৫৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্তের পর আইফোন ও ম্যাক ব্যবহারকারীদের জন্য জরুরি আপডেট জারি করেছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।
এ ত্রুটির কারণে হ্যাকাররা ‘জিরো-ক্লিক’ নামের হ্যাকিং সিস্টেমের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ওপর আক্রমণ করতে পারে বলে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এর মানে হচ্ছে, এ হ্যাকিং সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারী কোনও লিংকে ক্লিক বা কিছু ডাউনলোড না করলেও সাইবার হামলার শিকার হতে পারেন।
নিরাপত্তা বিষয়ক এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ বলেছে, কিছু ব্যবহারকারী হয়ত এরইমধ্যে এক ধরনের জটিল সাইবার আক্রমণের শিকার হয়েছেন। তবে কারা ও তারা ঠিক কীভাবে আক্রান্ত হয়েছেন এই বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি প্লাটফর্মটি।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি বলেছে, এ নিরাপত্তা ত্রুটিটি আইফোন ও ম্যাক-এ হোয়াটসঅ্যাপ আর হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপগুলোতে পাওয়া গিয়েছে।
হোয়াটসঅ্যাপ বলেছে, এ ত্রুটির কারণে ‘একজন অপরিচিত ব্যবহারকারীর ডিভাইসে ইচ্ছেমতো ইউআরএল বা লিংক চালাতে পারত হ্যাকাররা’।
অ্যাপল এরইমধ্যে আক্রান্ত বিভিন্ন ডিভাইসের জন্য আপডেট দিয়েছে, যাতে ব্যবহারকারীদের ডিভাইস সুরক্ষিত থাকে। পাশাপাশি হোয়াটসঅ্যাপও এমন এক আপডেট জারি করল, যাতে এ ত্রুটি ব্যবহার করে আর আক্রমণ করতে না পারে সাইবার অপরাধীরা।
নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে খুব জনপ্রিয় অ্যাপল ডিভাইস। অন্যদিকে প্রায় তিনশ কোটি মানুষ ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ। এই দুটি বিষয় মিলিয়ে এগুলো হ্যাকারদের জন্য সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।
অ্যাপল ডিভাইস ম্যানেজমেন্ট ফার্ম ‘জ্যামফ’-এর সিনিয়র সিকিউরিটি স্ট্র্যাটেজি ম্যানেজার অ্যাডাম বয়েন্টন বলেছেন, “হ্যাকাররা জানে, তারা যদি কোনোভাবে ডিভাইসের ভেতরে ঢুকতে পারে তাহলে অনেক বড় লাভ বা সুবিধা পাবে তারা।
“এ কারণেই জিরো-ক্লিক বা এ ধরনের সমস্যা খুঁজে বের করার জন্য ব্যাপক বিনিয়োগ করছে হ্যাকাররা।”
আইফোন ও ম্যাক ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে, সম্ভাব্য হ্যাকিং থেকে নিজেদের রক্ষা করতে তারা যেন হোয়াটসঅ্যাপটি সর্বশেষ সংস্করণে আপডেট করেন।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদেরও স্বয়ংক্রিয় আপডেট চালু রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে নিরাপত্তা সংশোধনগুলো তাদের ডিভাইসে অটোমেটিক পৌঁছে যায়।
তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম