১২:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
শিরোনাম
‘আওয়ামী লীগ জনগণের সমর্থন হারিয়েছে’

নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৭:২৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ১৪৭ বার পড়া হয়েছে
এই সরকার যদি উন্নয়ন দিয়ে দেশ ভাসিয়ে দিয়ে থাকে তাহলে কেন একটি সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শনিবার (১১ মার্চ) দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় জেলা বিএনপির মানববন্ধনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
ড. আব্দুল মঈন খান বলেন, মানুষের জন্য ভালো কাজ করলে তো মানুষ খুশি হয়ে আওয়ামী লীগকে ভোট দেবে। তারা জানে, তারা ভালো কাজ করে নাই। কাজেই জনগণের সমর্থন তারা হারিয়েছে। আজ যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে আসতে পারে, আমি সর্বপ্রথম তাদের অভিনন্দন জানাবো।
এ সময় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রীতার সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এ কবির জিন্নাহসহ জেলার সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।
ট্যাগস