নির্বাচনে আগ্রহী বিভিন্ন প্যানেলের প্রতিনিধিদের বুধবার একটি চিঠি দিয়েছে আটাব।
আটাব নির্বাচন: প্যানেল প্রতিনিধিদের সঙ্গে বসবেন প্রশাসক

- আপডেট সময় ০১:৩৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
দেশের ট্র্যাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে কথা বলতে প্যানেলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বসবেন প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
সেজন্য নির্বাচনে আগ্রহী বিভিন্ন প্যানেলের প্রতিনিধিদের বুধবার একটি চিঠি দিয়েছে আটাব।
সেখানে বলা হয়েছে, আটাবের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নির্বাচনি কার্যক্রম সার্বিকভাবে গ্রহণযোগ্য করার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী সকল প্যানেলের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা, মতবিনিময় করতে আগ্রহী প্রশাসক।
“এজন্য আটাবের বিগত নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্যানেলসহ নবগঠিত প্যানেল বা আটাব সদস্যদের নিয়ে গঠিত কোনো জোট (যদি থাকে), সকল প্যানেল প্রতিনিধিদের সাথে মতবিনিময় করতে অতি দ্রুত সময়ের মধ্যে পর্যায়ক্রমে আলোচনা সভা শুরু করা হবে।”
এর আগে গত ১৭ অগাস্ট এক চিঠিতে মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য প্রতিনিধিদের নাম পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছিল আটাবের পক্ষ থেকে।
সেজন্য প্রতি প্যানেল থেকে সর্বোচ্চ ১৫ জন মনোনীত ব্যক্তির নামের তালিকা প্যানেলের অফিশিয়াল প্যাডে আগামী বুধবারের মধ্যে আটাব কার্যালয়ে পাঠাতে অনুরোধ জানানো হয়েছে বুধবারের চিঠিতে।
সংগঠনের ভেতরে অনিয়ম, দুর্নীতি এবং অর্থ আত্মসাতের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে আটাবের আব্দুস সালাম আরেফ-আফসিয়া জান্নাত সালেহর নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটি গত ৪ অগাস্ট বিলুপ্ত ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়।
সেই কমিটি ‘অবৈধ’ ভোটের মাধ্যমে নিয়োগ পেয়েছিল অভিযোগ করে মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে সংগঠনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় মন্ত্রণালয়ের তরফ থেকে।
প্রশাসক মোতাকাব্বীর আহমেদ ভোটার তালিকা হালনাগাদ করে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন বলে সেই আদেশে জানানো হয়।
সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম