০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
ঢাকার মহানগর হাকিম হাসিব উল্লাস পিয়াসের এজলাসে সাংবাদিক সিয়ামকে মারধর করেন আইনজীবী মহিউদ্দিন মাহী ও তার অনুসারীরা।

আদালতে সাংবাদিককে মারধরকারী আইনজীবীদের বিচার দাবি

নিঝুম আহমেদ - জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১২:৩৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩১ বার পড়া হয়েছে

 

আদালতে সময় টেলিভিশনের সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামকে মারধরের ঘটনায় নিন্দা জানিয়ে জড়িত আইনজীবীদের বিচারের দাবি করেছে ‘কোর্ট রিপোর্টার্স ইউনিটি’ (সিআরইউ)।

বৃহস্পতিবার ওই ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে সিআরইউয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “আদালত প্রাঙ্গণে সংবাদকর্মীর ওপর এমন ন্যাক্কারজনক হামলা কেবল সাংবাদিককে নয়, পুরো সাংবাদিক সমাজকেই হেয় ও ভীত করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা।

“এটি মুক্ত গণমাধ্যম ও সংবাদ সংগ্রহের সাংবিধানিক অধিকারের সরাসরি লঙ্ঘন।”

ঢাকার মহানগর হাকিম হাসিব উল্লাস পিয়াসের এজলাসে বৃহস্পতিবার সাংবাদিক সিয়ামকে মারধর করেন আইনজীবী মহিউদ্দিন মাহী ও তার অনুসারীরা। তাকে কিল, ঘুষি ও লাথি মারেন তারা।

এ ঘটনার প্রতিবাদে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকার নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠনটি।

বিবৃতিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আদালত প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানানো হয়।

নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

ঢাকার মহানগর হাকিম হাসিব উল্লাস পিয়াসের এজলাসে সাংবাদিক সিয়ামকে মারধর করেন আইনজীবী মহিউদ্দিন মাহী ও তার অনুসারীরা।

আদালতে সাংবাদিককে মারধরকারী আইনজীবীদের বিচার দাবি

আপডেট সময় ১২:৩৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

 

আদালতে সময় টেলিভিশনের সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামকে মারধরের ঘটনায় নিন্দা জানিয়ে জড়িত আইনজীবীদের বিচারের দাবি করেছে ‘কোর্ট রিপোর্টার্স ইউনিটি’ (সিআরইউ)।

বৃহস্পতিবার ওই ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে সিআরইউয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “আদালত প্রাঙ্গণে সংবাদকর্মীর ওপর এমন ন্যাক্কারজনক হামলা কেবল সাংবাদিককে নয়, পুরো সাংবাদিক সমাজকেই হেয় ও ভীত করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা।

“এটি মুক্ত গণমাধ্যম ও সংবাদ সংগ্রহের সাংবিধানিক অধিকারের সরাসরি লঙ্ঘন।”

ঢাকার মহানগর হাকিম হাসিব উল্লাস পিয়াসের এজলাসে বৃহস্পতিবার সাংবাদিক সিয়ামকে মারধর করেন আইনজীবী মহিউদ্দিন মাহী ও তার অনুসারীরা। তাকে কিল, ঘুষি ও লাথি মারেন তারা।

এ ঘটনার প্রতিবাদে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকার নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠনটি।

বিবৃতিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আদালত প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানানো হয়।

নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম