নাটকে জয়ার ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা।
আদিবাসীদের জীবন দেখাবে ‘জয়া’

- আপডেট সময় ০২:১৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে প্রচার হবে বিশেষ নাটক ‘জয়া’।
শুভাশিস সিনহার রচনা ও পরিচালনায় এনটিভিতে দেখা যাবে নাটকটি। বিজ্ঞপ্তিতে এনটিভি জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে ‘জয়া’।
নাটকের গল্পে দেখা যাবে, শহরে বড় হওয়া মণিপুরি মেয়ে জয়া একদিন তার মৃত্যুপথযাত্রী মায়ের কাছে জানতে পারেন তার মূল পরিচয়ের কথা। সেই পরিচয় জেনে শিকড়ের সন্ধানে জয়া রওনা হন মণিপুরি পাড়ায়। সেখানে গিয়ে খুঁজে পান পালাকার কানাইকে।
জয়ার সামনে উন্মোচিত হয় এক বিষাদ ও মায়ামাখা জীবনের গল্প। পালাকার কানাইয়ের সঙ্গে জয়ার সম্পর্কের গল্পে এগিয়ে যাবে নাটকটি।
নাটকে জয়ার ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা। পালাকার কানাইয়ের ভূমিকায় দেখা যাবে গৌরহরি চ্যাটার্জীকে।
এছাড়াও আরও অভিনয় করেছেন নির্মল কুমার সিনহা, অঞ্জনা সিনহা, সজলকান্তি সিংহ, স্বর্ণালী শর্মা, চয়ন, সমরজিৎ, শাশ্বতী সহ মণিপুরি থিয়েটার ও মণিপুরি সম্প্রদায়ের একঝাঁক অভিনয়শিল্পী।
নাটকের চিত্রগ্রহণে ছিলেন আবিদ মল্লিক এবং প্রযোজনা করেছেন উত্তম কুমার সিংহ।
শিল্প নির্দেশক হিসেবে সজলকান্তি সিংহ, সংগীতে শর্মিলা সিনহা, সম্পাদনায় ফয়সাল নিপুণ এবং সহকারী পরিচালনায় জন উইলিয়াম কাজ করেছেন।
আদিবাসীদের অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ৯ অগাস্ট বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়।
বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম