০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

আফগান সিরিজে টেস্ট অধিনায়কের নাম জানালেন পাপন

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:৫৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • / ১০৬ বার পড়া হয়েছে

ইনজুরিতে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তাই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হচ্ছে না টাইগারদের সাদা পোশাকের নিয়মিত এই অধিনায়ক। সাকিবের অনুপস্থিতিতে টেস্টে নেতৃত্ব দেবেন তা নিয়েই কিছুদিন ধরে আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবাই ধারণা করেছিল, বাংলাদেশের সহ-অধিনায়ক লিটন দাস হয়ত টেস্ট দলের নেতৃত্বভার নেবেন। তবে মাঝে একবার সেই দৌড়ে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর নামও শোনা যাচ্ছিল। সেই ব্যাপারে এবার মোটামুটি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার (২৬ মে) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিসিবি সভাপতি নিশ্চিত করলেন, লিটনই থাকছেন টাইগারদের একমাত্র টেস্ট ম্যাচটির অধিনায়ক। এর আগেও লিটন দাসকে প্রস্তাব দেওয়া হলেও নেতৃত্বে আসতে অনীহা প্রকাশ করেছিলেন তিনি। পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডানহাতি এই ক্লাসিক ব্যাটার।

আগামী ১৪ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট। পাপন বলেন, ‘সাকিব ইনজুরিতে থাকাতে সহ-অধিনায়ক যে আছে, সে-ই অধিনায়ক হবে। মানে লিটন দাস সহ-অধিনায়ক আমি তো তাই জানি। অন্যকিছু এখনো শুনিনি, না শুনলে কিভাবে বলব।’এদিকে বিশ্বকাপ দলের বিষয়ে আফগান সিরিজেই অনেকটা ধারণা পাওয়া যাবে বলে মনে করেন পাপন।

এ বিষয়ে বিসিবি বস আরও বলেন, ‘আমার ধারণা আফগানিস্তান সিরিজে আরও অনেক কিছু জানতে পারবো। বুঝব যে আচ্ছা ঠিক আছে, একটা স্কোয়াড তো আমাদের আছে। অতিরিক্ত কাউকে যদি ওরা দেখতে চায় তাহলে ভিন্ন কথা। প্রতিপক্ষের শক্তি বা দুর্বলতা দেখে কাউকে নিতে পারে। বেসিক্যালি দল একই রকম থাকবে।’

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

আফগান সিরিজে টেস্ট অধিনায়কের নাম জানালেন পাপন

আপডেট সময় ১০:৫৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩

ইনজুরিতে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তাই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হচ্ছে না টাইগারদের সাদা পোশাকের নিয়মিত এই অধিনায়ক। সাকিবের অনুপস্থিতিতে টেস্টে নেতৃত্ব দেবেন তা নিয়েই কিছুদিন ধরে আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবাই ধারণা করেছিল, বাংলাদেশের সহ-অধিনায়ক লিটন দাস হয়ত টেস্ট দলের নেতৃত্বভার নেবেন। তবে মাঝে একবার সেই দৌড়ে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর নামও শোনা যাচ্ছিল। সেই ব্যাপারে এবার মোটামুটি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার (২৬ মে) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিসিবি সভাপতি নিশ্চিত করলেন, লিটনই থাকছেন টাইগারদের একমাত্র টেস্ট ম্যাচটির অধিনায়ক। এর আগেও লিটন দাসকে প্রস্তাব দেওয়া হলেও নেতৃত্বে আসতে অনীহা প্রকাশ করেছিলেন তিনি। পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডানহাতি এই ক্লাসিক ব্যাটার।

আগামী ১৪ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট। পাপন বলেন, ‘সাকিব ইনজুরিতে থাকাতে সহ-অধিনায়ক যে আছে, সে-ই অধিনায়ক হবে। মানে লিটন দাস সহ-অধিনায়ক আমি তো তাই জানি। অন্যকিছু এখনো শুনিনি, না শুনলে কিভাবে বলব।’এদিকে বিশ্বকাপ দলের বিষয়ে আফগান সিরিজেই অনেকটা ধারণা পাওয়া যাবে বলে মনে করেন পাপন।

এ বিষয়ে বিসিবি বস আরও বলেন, ‘আমার ধারণা আফগানিস্তান সিরিজে আরও অনেক কিছু জানতে পারবো। বুঝব যে আচ্ছা ঠিক আছে, একটা স্কোয়াড তো আমাদের আছে। অতিরিক্ত কাউকে যদি ওরা দেখতে চায় তাহলে ভিন্ন কথা। প্রতিপক্ষের শক্তি বা দুর্বলতা দেখে কাউকে নিতে পারে। বেসিক্যালি দল একই রকম থাকবে।’