কাজটা কঠিন মনে করলেও আত্মবিশ্বাসের কমতি নেই লুইস এনরিকের।
আবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্য পিএসজি কোচের

- আপডেট সময় ১২:১৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
খুব ব্যস্ত একটি মৌসুম কাটিয়ে স্রেফ এক সপ্তাহের অনুশীলনের পর দলের উন্নতি দেখে মুগ্ধ লুইস এনরিকে। পিএসজি কোচের বিশ্বাস, নতুন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখতে পারবেন তারা।
গত মৌসুমে ট্রেবল জয়ের পর নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপে রানার্সআপ হয় পিএসজি। মাত্র কয়েক দিনের অনুশীলনের পর গত বুধবার উয়েফা সুপার কাপের লড়াইয়ে নামে তারা। যেখানে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকার পর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে সমতা টেনে ও টাইব্রেকারে জিতে ট্রফি উঁচিয়ে ধরে ফরাসি চ্যাম্পিয়নরা। এনরিকের কোচিংয়ে এই বছরে তাদের পঞ্চম ট্রফি এটি।
টানা পঞ্চম লিগ আঁ শিরোপা জয়ের অভিযান শুরু করবে তারা রোববার নঁতের মাঠে ম্যাচ দিয়ে। আগের দিন সংবাদ সম্মেলনে সুপার কাপে খেলোয়াড়দের হার না মানা মানসিকতার প্রশংসা করেন এনরিকে।
“মাত্র কয়েকদিনের অনুশীলনের পর ইউরোপিয়ান সুপার কাপে দল যেভাবে লড়াই করেছে, তা ভালো লেগেছে। গত কয়েক মৌসুমে এই দলের ডিএনএ ছিল এটাই, সবসময় লড়াই করা।”
পিএসজির হয়ে টানা দুটি লিগ আঁ শিরোপা জিতেছেন এনরিকে। এর আগে বার্সেলোনার দায়িত্বে টানা দুটি লা লিগা শিরোপা জিতলেও হ্যাটট্রিক করতে পারেননি তিনি।
এবার লিগের শুরুটা কঠিন হবে বলে মনে করেন ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচ। তবে গত মৌসুমে ১৩ নম্বরে থেকে লিগ শেষ করা নঁতের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
“মাত্র এক সপ্তাহ পর আমি উন্নতি দেখতে পাচ্ছি। আমরা জানি ঘরের বাইরে, যে কোনো দলের বিপক্ষে খেলা খেলোয়াড়দের জন্য কতটা কঠিন। নঁতের মাঠে আমরা সমস্যার মুখে পড়ব। লড়াই কঠিন হবে।”
গত মৌসুমে ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে গুঁড়িয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় পিএসজি। এই মৌসুমের লক্ষ্যের কথাও জানিয়ে দিলেন এনরিকে।
“আমাদের ভাবনা হলো ইতিহাস তৈরি অব্যাহত রাখা, যা প্রথম দিন থেকেই মূল লক্ষ্য। এটা বিশেষ মুহূর্ত হবে, কারণ একটি দলকে টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে দেখা কঠিন।”
“এটাই আমাদের লক্ষ্য। আমরা খুব উচ্চাকাঙ্ক্ষী। আমরা জানি, এই লক্ষ্য অর্জন করা কতটা কঠিন, কিন্তু এই মানসিকতা থাকা স্বাভাবিক। সবকিছু নির্ভর করছে আমাদের (পারফরম্যান্সের) ওপর।”
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম