০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
“যদিও এটা গোয়েন্দা গল্প নয়, তবুও প্রতি মুহূর্তে ফেলুদাকে মনে রেখেই আমরা কাজ করেছি।”

আবীর-নওশাবার ‘যত কাণ্ড কলকাতাতেই’ আসছে পূজায়

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৬:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার দৃশ্য। ছবি: নওশাবা আহমেদের সৌজন্যে।

 

কলকাতার অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে ঢাকার অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ ‘যত কাণ্ড কলকাতাতেই’ নামের একটি সিনেমার কাজ শুরু করেছিলেন দুবছর আগে।

অবশেষে লাইট-ক্যামেরা-অ্যাকশনের কাজ শেষ হয়েছে। চলতি বছরে দুর্গাপূজার সময় কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সিনেমাটি বানিয়েছেন অনীক দত্ত।

 

‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার দৃশ্য। ছবি: নওশাবা আহমেদের সৌজন্যে।

 

সিনেমা মুক্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করে নওশাবা বিনোদন ডেস্ককে বলেন, গেল পূজাতেই ‘যত কাণ্ড কলকাতাতেই’ মুক্তির কথা ছিল, কিন্তু হয়নি।

মুক্তির অপেক্ষায় ছিলেন জানিয়ে নওশাবা বলেন, “ভালো গল্প, ভালো নির্মাতার সঙ্গে কাজ করতে পারার আনন্দ অন্যরকম। আশা করছি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।”

শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেত্রী বিনোদন ডেস্ককে বলেন, “অনীক দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। উনি খুব গোছানো, সময় ধরে কাজ করেন এবং সিরিয়াস একজন নির্মাতা। সবার আন্তরিকতা কাজটা সহজ করে দিয়েছিল।”

আবীরের সঙ্গে নওশাবার এটাই প্রথম কাজ বলে জানিয়েছেন তিনি।

“আবীর ভাই অনেক বন্ধুসুলভ একজন মানুষ। ভালো অভিনেতা তো বটেই, তার চেয়েও ভালো সহশিল্পী। কাজের প্রতি তার নিষ্ঠা আমাকে খুব মুগ্ধ করেছে।”

 

‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার দৃশ্য। ছবি: নওশাবা আহমেদের সৌজন্যে।

 

সিনেমায় নওশাবাকে দেখা যাবে বাংলাদেশি এক মেয়ের চরিত্রে। যিনি নিজের শিকড়ের সন্ধানে কলকাতায় যান।

নিজের চরিত্র নিয়ে অভিনেত্রী বলেন, “ভারতে গিয়ে এই চরিত্রটি একসময় এক ধাঁধায় জড়িয়ে পড়ে। শিকড়ের সন্ধানে যাওয়া এই নারীর গল্পের মধ্যেই গল্প এগিয়ে যায়।”

সিনেমায় জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার ছায়া আছে বলে জানিয়েছেন নওশাবা।

“সিনেমার দুই মূল চরিত্রই ফেলুদাভক্ত। সেই সূত্র ধরে তাদের পরিচয় ও সংযোগ। যদিও এটা গোয়েন্দা গল্প নয়, তবুও প্রতি মুহূর্তে ফেলুদাকে মনে রেখেই আমরা কাজ করেছি। আর সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানানো ছিল পুরো ইউনিটের এক ধরনের চেতনা।”

সিনেমার মুক্তির সময় কলকাতায় যাওয়ার ইচ্ছা আছে বলে জানিয়েছেন নওশাবা।

‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার যৌথ প্রযোজক প্রবাল হালদার ও ফিরদৌসল হাসান। সিনেমার সংগীত পরিচালনার দায়িত্ব পড়েছে দেবজ্যোতি মিশ্রর কাঁধে।

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

“যদিও এটা গোয়েন্দা গল্প নয়, তবুও প্রতি মুহূর্তে ফেলুদাকে মনে রেখেই আমরা কাজ করেছি।”

আবীর-নওশাবার ‘যত কাণ্ড কলকাতাতেই’ আসছে পূজায়

আপডেট সময় ০৬:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

 

কলকাতার অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে ঢাকার অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ ‘যত কাণ্ড কলকাতাতেই’ নামের একটি সিনেমার কাজ শুরু করেছিলেন দুবছর আগে।

অবশেষে লাইট-ক্যামেরা-অ্যাকশনের কাজ শেষ হয়েছে। চলতি বছরে দুর্গাপূজার সময় কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সিনেমাটি বানিয়েছেন অনীক দত্ত।

 

‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার দৃশ্য। ছবি: নওশাবা আহমেদের সৌজন্যে।

 

সিনেমা মুক্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করে নওশাবা বিনোদন ডেস্ককে বলেন, গেল পূজাতেই ‘যত কাণ্ড কলকাতাতেই’ মুক্তির কথা ছিল, কিন্তু হয়নি।

মুক্তির অপেক্ষায় ছিলেন জানিয়ে নওশাবা বলেন, “ভালো গল্প, ভালো নির্মাতার সঙ্গে কাজ করতে পারার আনন্দ অন্যরকম। আশা করছি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।”

শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেত্রী বিনোদন ডেস্ককে বলেন, “অনীক দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। উনি খুব গোছানো, সময় ধরে কাজ করেন এবং সিরিয়াস একজন নির্মাতা। সবার আন্তরিকতা কাজটা সহজ করে দিয়েছিল।”

আবীরের সঙ্গে নওশাবার এটাই প্রথম কাজ বলে জানিয়েছেন তিনি।

“আবীর ভাই অনেক বন্ধুসুলভ একজন মানুষ। ভালো অভিনেতা তো বটেই, তার চেয়েও ভালো সহশিল্পী। কাজের প্রতি তার নিষ্ঠা আমাকে খুব মুগ্ধ করেছে।”

 

‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার দৃশ্য। ছবি: নওশাবা আহমেদের সৌজন্যে।

 

সিনেমায় নওশাবাকে দেখা যাবে বাংলাদেশি এক মেয়ের চরিত্রে। যিনি নিজের শিকড়ের সন্ধানে কলকাতায় যান।

নিজের চরিত্র নিয়ে অভিনেত্রী বলেন, “ভারতে গিয়ে এই চরিত্রটি একসময় এক ধাঁধায় জড়িয়ে পড়ে। শিকড়ের সন্ধানে যাওয়া এই নারীর গল্পের মধ্যেই গল্প এগিয়ে যায়।”

সিনেমায় জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার ছায়া আছে বলে জানিয়েছেন নওশাবা।

“সিনেমার দুই মূল চরিত্রই ফেলুদাভক্ত। সেই সূত্র ধরে তাদের পরিচয় ও সংযোগ। যদিও এটা গোয়েন্দা গল্প নয়, তবুও প্রতি মুহূর্তে ফেলুদাকে মনে রেখেই আমরা কাজ করেছি। আর সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানানো ছিল পুরো ইউনিটের এক ধরনের চেতনা।”

সিনেমার মুক্তির সময় কলকাতায় যাওয়ার ইচ্ছা আছে বলে জানিয়েছেন নওশাবা।

‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার যৌথ প্রযোজক প্রবাল হালদার ও ফিরদৌসল হাসান। সিনেমার সংগীত পরিচালনার দায়িত্ব পড়েছে দেবজ্যোতি মিশ্রর কাঁধে।

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম