গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন।
আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু

- আপডেট সময় ০২:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।
সোমবার আংশিক শুনানির পর বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করেন।
এদিন অভিযোগ গঠনের পক্ষে শুনানি শেষ করেন প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম। পরবর্তী দিনে আসামিপক্ষের শুনানি করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা।
জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় গত ৩০ জুন তদন্ত প্রতিবেদন আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় এ পর্যন্ত ছয় আসামি গ্রেপ্তার হয়েছেন। পলাতক থাকা ২৪ আসামির প্রত্যেক ছয়জনের জন্য একজন আইনজীবী নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল।
২০২৪ সালের ১ জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন।
সেদিন সাঈদ দুই হাত প্রসারিত করার মধ্যে তাকে গুলি করার ভিডিও সংবাদ মাধ্যমে প্রচার হলে ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। সেদিন থেকেই সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। পরদিন থেকে সারা দেশে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হয়।
এরপর একের পর এক মৃত্যু, সরকারি সম্পত্তিতে হামলা, আগুনের মধ্যে ১৯ জুলাই কারফিউ দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি শেখ হাসিনা সরকার। তুমুল গণ-আন্দোলনের মধ্যে ৫ অগাস্ট পতন হয় টানা সাড়ে ১৫ বছরের আওয়ামী লীগের শাসন। শেখ হাসিনা বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পাড়ি জমান।
মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম