০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

আমরা লড়াই করছি, আমরা জিতবই ইনশাআল্লাহ : ফখরুল

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৯:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • / ৮৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত ছাত্রদল নেতাকর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা লড়াই করছি, আমরা জিতবই ইনশাআল্লাহ।’মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে তিনি এ কথা বলেন।

রাজধানীর দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের তিনি দেখতে যান। হাসপাতালে চিকিৎসক যখন আহত এক ছাত্রদল নেতার বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখাচ্ছিলেন তখন মির্জা ফখরুল বলেন, আমি দেখতে পারি না, মাথা ঘুরে যায়। এ সময় তিনি আহত ওই ছাত্রদল নেতার উদ্দেশে বলেন, ‘আমরা লড়াই করছি, আমরা জিতবই ইনশাআল্লাহ।’

ওই নেতাও এসময় বিএনপি মহাসচিবকে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন। মির্জা ফখরুল পরে সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী বাহিনী মনে করে হামলা-মামলা করে ভয় দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখা যাবে। কিন্তু সেটা সম্ভব নয়। মানুষ জেগে উঠেছে। মানুষ তাদের অধিকার, ভোটের অধিকার রক্ষার জন্য আন্দোলন করে এ সরকারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে।’

ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্রনেতাদের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। হামলায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি করছি। এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল উপস্থিত ছিলেন। এর আগে সোমবার (১০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ইফতার করতে যান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

হামলায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ছাত্রীবিষয়ক সম্পাদক মানসুরা আলম, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সলিমুল্লাহ মুসলিম হলের কর্মী আব্দুল্লাহ গুরুতর আহত হন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

আমরা লড়াই করছি, আমরা জিতবই ইনশাআল্লাহ : ফখরুল

আপডেট সময় ০৯:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত ছাত্রদল নেতাকর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা লড়াই করছি, আমরা জিতবই ইনশাআল্লাহ।’মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে তিনি এ কথা বলেন।

রাজধানীর দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের তিনি দেখতে যান। হাসপাতালে চিকিৎসক যখন আহত এক ছাত্রদল নেতার বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখাচ্ছিলেন তখন মির্জা ফখরুল বলেন, আমি দেখতে পারি না, মাথা ঘুরে যায়। এ সময় তিনি আহত ওই ছাত্রদল নেতার উদ্দেশে বলেন, ‘আমরা লড়াই করছি, আমরা জিতবই ইনশাআল্লাহ।’

ওই নেতাও এসময় বিএনপি মহাসচিবকে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন। মির্জা ফখরুল পরে সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী বাহিনী মনে করে হামলা-মামলা করে ভয় দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখা যাবে। কিন্তু সেটা সম্ভব নয়। মানুষ জেগে উঠেছে। মানুষ তাদের অধিকার, ভোটের অধিকার রক্ষার জন্য আন্দোলন করে এ সরকারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে।’

ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্রনেতাদের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। হামলায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি করছি। এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল উপস্থিত ছিলেন। এর আগে সোমবার (১০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ইফতার করতে যান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

হামলায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ছাত্রীবিষয়ক সম্পাদক মানসুরা আলম, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সলিমুল্লাহ মুসলিম হলের কর্মী আব্দুল্লাহ গুরুতর আহত হন।