১২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম
আমার ছেলের সবকিছু কেড়ে নেওয়া হয়েছে : জাহাঙ্গীরের মা

নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৬:৫০:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ১৫৬ বার পড়া হয়েছে
ঋণখেলাপির কারণে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। কিন্তু মেয়র পদে তার মা জায়েদা খাতুনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এই প্রথম গণমাধ্যমের সঙ্গে কথা বললেন জায়েদা খাতুন।
এ সময় তিনি বলেন, গত ১৮ মাস ধরে মিথ্যা ও ভুয়া অভিযোগ তুলে আমার ছেলের ওপর অনেক অবিচার হয়েছে। শনিবার (৬ মে) দুপুরে নগরের ছয়দানা এলাকার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলমের মা বলেন, আমার ছেলের সবকিছু কেড়ে নেওয়া হয়েছে।
এ কারণে সিটি নির্বাচনে আমি মেয়র প্রার্থী হয়েছি। আশা করছি, নগরের ৫৭টি ওয়ার্ডের সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছেন। তিনি আরও বলেন, অনেক আগে থেকেই আমিও ব্যক্তিগতভাবে নানাভাবে মানুষের সেবা করে আসছি।
ট্যাগস