০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
নেটফ্লিক্সের ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজ দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান।

আমার ভালোবাসার ১৫০% আরিয়ানকে দিয়েন: শাহরুখ খান

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০১:২৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

শাহরুখ খান। ছবি: এএফপি।

 

বলিউডি অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ মুক্তির পথে আরো এক ধাপ এগিয়েছে। সিরিজের ‘প্রিভিউ’ প্রকাশ হয়েছে মুম্বাইয়ের এক মঞ্চে জমকালো অনুষ্ঠানে।

যেখানে আলো ছড়িয়েছেন শাহরুখ। আপ্লুত হয়ে দর্শকদের উদ্দেশে শাহরুখ বলেছেন, যে অপার ভালোবাসা তিনি সবার কাছ থেকে পেয়েছেন, সেখান থেকে ১৫০ শতাংশ যেন তার ছেলেকে দেওয়া হয়। অনুষ্ঠানে ছিলেন আরিয়ানের মা গৌরী খানও; যিনি এই সিরিজের প্রযোজক।

এনডিটিভি লিখেছে, আরিয়ানের ‘দ্য ব্যাডস অব বলিউড’ মুক্তি পাবে নেটফ্লিক্সে।

আরিয়ান এই সিরিজ বানিয়েছেন শাহরুখের জীবনের নানা ঘটনা নিয়ে, সেখানে দেখা যাবে অল্প বয়সী এক যুবক একরাশ স্বপ্ন নিয়ে ফিল্মি দুনিয়ায় পা রেখে কীভাবে চড়াই-উৎরাইয়ের সঙ্গে যুদ্ধ করে বনে যান এক সুপারস্টারে।

শাহরুখের জীবনের ঘটনা ছাড়াও বলিউড তারকাদের জীবনে খ্যাতির ভাল-মন্দ দিক উঠে আসবে সিরিজে।

 

মঞ্চে উঠে শাহরুখ বলেন, “আমি খুবই কৃতজ্ঞ মুম্বাইয়ের এই পবিত্র ভূমির প্রতি, এই দেশের প্রতি। যে দেশ ৩০ বছর ধরে আপনাদের বিনোদন দেওয়ার সুযোগ দিয়েছে। আজকে একটা বিশেষ দিন, কারণ এই মাটিতেই আমার ছেলে তার প্রথম পদক্ষেপ রাখছে। ও খুব ভালো ছেলে।”

আরিয়ানকে মঞ্চে ডেকে নেওয়ার আগে দর্শকদের উদ্দেশে শাহরুখ বলেন, “আজ যখন ও আপনাদের সামনে আসবে, আর যদি আপনাদের ওর কাজ ভালো লাগে, তবে হাততালি দেবেন। সেই হাততালির সঙ্গে একটু দোয়া রাখবেন, প্রার্থনায় রাখবেন। আর আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার ১৫০ শতাংশ ওকে দেবেন।”

কালো ব্লেজার–প্যান্ট পরা শাহরুখের ডান হাতে ‘অর্থোপেডিক সাপোর্ট’ দেখা গেছে। ‘কিং’ সিনেমার শুটিংয়ে কাঁধের মাংসপেশিতে আঘাত পান অভিনেতা, করাতে হয় অস্ত্রোপচারও। তাই সিনেমার শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে।

হাতের ‘অর্থোপেডিক সাপোর্ট’ নিয়ে শাহরুখ বলেন, “জিজ্ঞেস করার আগেই আমি বলে দিচ্ছি, আমার হাতে চোট লেগেছিল। ছোট সার্জারি হয়নি, আসলে একটু বড় ধরনের সার্জারি হয়েছে। পুরোপুরি সুস্থ হতে এক থেকে দেড় মাস লাগবে। তবে ন্যাশনাল অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আমার এক হাতই যথেষ্ঠ। আপনাদের দেওয়া ভালোবাসা জমা করতে দুই হাতও যথেষ্ঠ নয়।”

দীর্ঘ ৩৩ বছরের পথচলায় প্রথমবারের মত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখের নাম এসেছে; সেই পুরস্কার অনুষ্ঠানে ব্যান্ডেজ হাতেই যেতে হবে শাহরুখকে।

টিজার প্রকাশ অনুষ্ঠানে শাহরুখ-গৌরী খানের সঙ্গে ছিলেন সিরিজের অভিনয়শিল্পী ববি দেওল, লক্ষ্যা, সাহের বাম্বা, মনোজ পাওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি, রাজাত বেদি ও গৌতমি কাপুর।

ওই অনুষ্ঠানে শাহরুখের ডাকে মঞ্চে উঠেন আরিয়ান।

আরিয়ান বলেন, “আমি আজকে খুব নার্ভাস, কারণ আমি আমার প্রথম কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দুই দিন, তিন রাত এইখানে কী কথা বলব সেই প্র্যাকটিস করেছি, কিন্তু আমি এতই নার্ভাস যে আমি ভুলে যাচ্ছি। তাই কাগজে করে আমার কথাগুলো লিখে নিয়ে এসেছি। কিন্তু তবুও যদি আমার ভুল হয়ে যায় তাহলে বাবা তো আছেই।”

এরপর শাহরুখ পিঠ ঘুরিয়ে দেখালেন তার ব্লেজারের পিছনে আঠা দিয়ে লাগানো রয়েছে আরিয়ানের বক্তব্যের সেই স্ক্রিপ্টটি।

 

‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজে নিজের নির্মাণ যাত্রার অভিষেক নিয়ে আরিয়ান খান বলেন, “এই সিরিজে আমি এমন এক জগৎ তৈরি করতে চেয়েছি, যেখানে আভিজাত্যের ঝলক আর বাস্তবতার গল্প তুলে ধরা হয়েছে। অর্থাৎ স্বপ্নপূরণের লড়াই আর বলিউডের অন্ধকার দিকের দ্বন্দ্বকে আমি আমার কাঁচা হাত এবং নতুন অভিজ্ঞতা দিয়ে দর্শকদের সামনে তুলে ধরেছি।”

গৌরী-শাহরুখের ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ প্রযোজিত ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজটি আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।

সিরিজে অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খান আর করণ জোহরকে।

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

নেটফ্লিক্সের ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজ দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান।

আমার ভালোবাসার ১৫০% আরিয়ানকে দিয়েন: শাহরুখ খান

আপডেট সময় ০১:২৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

 

বলিউডি অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ মুক্তির পথে আরো এক ধাপ এগিয়েছে। সিরিজের ‘প্রিভিউ’ প্রকাশ হয়েছে মুম্বাইয়ের এক মঞ্চে জমকালো অনুষ্ঠানে।

যেখানে আলো ছড়িয়েছেন শাহরুখ। আপ্লুত হয়ে দর্শকদের উদ্দেশে শাহরুখ বলেছেন, যে অপার ভালোবাসা তিনি সবার কাছ থেকে পেয়েছেন, সেখান থেকে ১৫০ শতাংশ যেন তার ছেলেকে দেওয়া হয়। অনুষ্ঠানে ছিলেন আরিয়ানের মা গৌরী খানও; যিনি এই সিরিজের প্রযোজক।

এনডিটিভি লিখেছে, আরিয়ানের ‘দ্য ব্যাডস অব বলিউড’ মুক্তি পাবে নেটফ্লিক্সে।

আরিয়ান এই সিরিজ বানিয়েছেন শাহরুখের জীবনের নানা ঘটনা নিয়ে, সেখানে দেখা যাবে অল্প বয়সী এক যুবক একরাশ স্বপ্ন নিয়ে ফিল্মি দুনিয়ায় পা রেখে কীভাবে চড়াই-উৎরাইয়ের সঙ্গে যুদ্ধ করে বনে যান এক সুপারস্টারে।

শাহরুখের জীবনের ঘটনা ছাড়াও বলিউড তারকাদের জীবনে খ্যাতির ভাল-মন্দ দিক উঠে আসবে সিরিজে।

 

মঞ্চে উঠে শাহরুখ বলেন, “আমি খুবই কৃতজ্ঞ মুম্বাইয়ের এই পবিত্র ভূমির প্রতি, এই দেশের প্রতি। যে দেশ ৩০ বছর ধরে আপনাদের বিনোদন দেওয়ার সুযোগ দিয়েছে। আজকে একটা বিশেষ দিন, কারণ এই মাটিতেই আমার ছেলে তার প্রথম পদক্ষেপ রাখছে। ও খুব ভালো ছেলে।”

আরিয়ানকে মঞ্চে ডেকে নেওয়ার আগে দর্শকদের উদ্দেশে শাহরুখ বলেন, “আজ যখন ও আপনাদের সামনে আসবে, আর যদি আপনাদের ওর কাজ ভালো লাগে, তবে হাততালি দেবেন। সেই হাততালির সঙ্গে একটু দোয়া রাখবেন, প্রার্থনায় রাখবেন। আর আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার ১৫০ শতাংশ ওকে দেবেন।”

কালো ব্লেজার–প্যান্ট পরা শাহরুখের ডান হাতে ‘অর্থোপেডিক সাপোর্ট’ দেখা গেছে। ‘কিং’ সিনেমার শুটিংয়ে কাঁধের মাংসপেশিতে আঘাত পান অভিনেতা, করাতে হয় অস্ত্রোপচারও। তাই সিনেমার শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে।

হাতের ‘অর্থোপেডিক সাপোর্ট’ নিয়ে শাহরুখ বলেন, “জিজ্ঞেস করার আগেই আমি বলে দিচ্ছি, আমার হাতে চোট লেগেছিল। ছোট সার্জারি হয়নি, আসলে একটু বড় ধরনের সার্জারি হয়েছে। পুরোপুরি সুস্থ হতে এক থেকে দেড় মাস লাগবে। তবে ন্যাশনাল অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আমার এক হাতই যথেষ্ঠ। আপনাদের দেওয়া ভালোবাসা জমা করতে দুই হাতও যথেষ্ঠ নয়।”

দীর্ঘ ৩৩ বছরের পথচলায় প্রথমবারের মত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখের নাম এসেছে; সেই পুরস্কার অনুষ্ঠানে ব্যান্ডেজ হাতেই যেতে হবে শাহরুখকে।

টিজার প্রকাশ অনুষ্ঠানে শাহরুখ-গৌরী খানের সঙ্গে ছিলেন সিরিজের অভিনয়শিল্পী ববি দেওল, লক্ষ্যা, সাহের বাম্বা, মনোজ পাওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি, রাজাত বেদি ও গৌতমি কাপুর।

ওই অনুষ্ঠানে শাহরুখের ডাকে মঞ্চে উঠেন আরিয়ান।

আরিয়ান বলেন, “আমি আজকে খুব নার্ভাস, কারণ আমি আমার প্রথম কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দুই দিন, তিন রাত এইখানে কী কথা বলব সেই প্র্যাকটিস করেছি, কিন্তু আমি এতই নার্ভাস যে আমি ভুলে যাচ্ছি। তাই কাগজে করে আমার কথাগুলো লিখে নিয়ে এসেছি। কিন্তু তবুও যদি আমার ভুল হয়ে যায় তাহলে বাবা তো আছেই।”

এরপর শাহরুখ পিঠ ঘুরিয়ে দেখালেন তার ব্লেজারের পিছনে আঠা দিয়ে লাগানো রয়েছে আরিয়ানের বক্তব্যের সেই স্ক্রিপ্টটি।

 

‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজে নিজের নির্মাণ যাত্রার অভিষেক নিয়ে আরিয়ান খান বলেন, “এই সিরিজে আমি এমন এক জগৎ তৈরি করতে চেয়েছি, যেখানে আভিজাত্যের ঝলক আর বাস্তবতার গল্প তুলে ধরা হয়েছে। অর্থাৎ স্বপ্নপূরণের লড়াই আর বলিউডের অন্ধকার দিকের দ্বন্দ্বকে আমি আমার কাঁচা হাত এবং নতুন অভিজ্ঞতা দিয়ে দর্শকদের সামনে তুলে ধরেছি।”

গৌরী-শাহরুখের ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ প্রযোজিত ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজটি আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।

সিরিজে অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খান আর করণ জোহরকে।

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম