২০২৪ সালের সেপ্টেম্বরের পর প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির শুরুর একাদশে ফিরে নিষ্প্রভ ছিলেন ব্যালন দ’র জয়ী রদ্রি, হেরে গেছে তার দলও।
‘আমি মেসি নই যে, ফিরেই দলকে জিতিয়ে দেব’

- আপডেট সময় ১১:৪৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে
প্রায় এক বছর পর প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির শুরুর একাদশে ফিরে একেবারেই ভালো করতে পারেননি রদ্রি। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে হারের পর ব্যালন দ’র জয়ী এই মিডফিল্ডার মনে করিয়ে দিলেন, লম্বা সময় পর ফিরে তার একার পক্ষে দলকে জেতানো সম্ভব নয়। এজন্য দলের সবাইকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি।
প্রতিপক্ষের মাঠে রোববার প্রথমার্ধে আর্লিং হলান্ডের গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে যায় ম্যানচেস্টার সিটি। এবারের আসর জয়ে শুরুর পর পেপ গুয়ার্দিওলার দলের টানা দ্বিতীয় হার এটি।
পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন রদ্রি। এই স্প্যানিয়ার্ড গোলে শট নিতে পারেন একটি, সেটিও লক্ষ্যভ্রষ্ট। পজেশন হারান তিনি ১৩ বার।
ম্যাচের পর স্কাই স্পোর্টসে ২৯ বছর বয়সী রদ্রি বলেন, তিনি তো আর লিওনেল মেসি নন যে ফিরেই বড় প্রভাব রাখবেন!
“আমি মেসি নই যে, ফিরে এসেই দলকে জিতিয়ে দেব। এটা সম্মিলিত খেলা। আগে যখন আমরা জিতেছি, তখন সকল সতীর্থকে আমার প্রয়োজন হয়েছে। অবশ্যই আমার সেরা অবস্থায় ফিরতে হবে আমাকে এবং আমাদের নিজেদের সকলের দিকে তাকাতে হবে, এটা সম্মিলিত খেলা। আশা করি, (আন্তর্জাতিক ফুটবলের) বিরতির পর আমরা আরও ভালো হতে পারব।”
এসিএল (এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) চোটে গত মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন রদ্রি। গত মে মাসে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরেন তিনি। পরে জুন-জুলাইয়ে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে খেলেন চারটি ম্যাচে, যার তিনটিতে বদলি হিসেবে। সেখানে একটি ম্যাচে কুঁচকিতে চোট পাওয়ায় প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে তিনি খেলতে পারেননি। সেদিন উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ৪-০ গোলে উড়িয়ে দেয় সিটি।
পরের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে বদলি নেমে শেষ ১৫ মিনিট খেলেন রদ্রি। ঘরের মাঠে ম্যাচটি ২-০ গোলে হেরে যায় সিটি।
ব্রাইটন ম্যাচ দিয়ে ২০২৪ সালের সেপ্টেম্বরের পর প্রথমবার লিগে শুরুর একাদশে মাঠে নামেন রদ্রি। সেখানেও সঙ্গী হলো আরেকটি হারের যন্ত্রণা।
প্রথম তিন ম্যাচের দুটি হারায় স্বাভাবিকভাবে চার দিকে সিটিকে ঘিরে শুরু হয়ে গেছে নানা আলোচনা-সমালোচনা। তবে সেসবকে পাত্তা দিচ্ছেন না রদ্রি।
“সত্যি বলতে আমার কিছু যায় আসে না (লোকজনের ভাবনায়)। লোকজন যা খুশি ভাবতে পারে। আমাদের শুধু কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজেদের ওপর মনোযোগ দিতে হবে এবং কথা বলতে হবে মৌসুমের শেষে।”
রদ্রিকে শুরুর একাদশে নিয়ে প্রিমিয়ার লিগে টানা ৪৯ ম্যাচে অপরাজিত ছিল সিটি। সেই ধারায়ও ছেদ পড়ল এবার।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম