নিলামে ১২১ টাকা ৭০ পয়সা দরে ১৩টি ব্যাংক থেকে কেনা হয়েছে এসব ডলার। এর আগে কেনা হয় আরও আটবার।
আরও ১৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

- আপডেট সময় ০১:১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ৩০ বার পড়া হয়েছে

ডলারের দর ধরে রাখার কৌশল হিসেবে ব্যাংকগুলোর কাছ থেকে প্রধান এ বিদেশি মুদ্রা কেনা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক; সপ্তাহের শেষ দিবসে কিনেছে প্রায় ১৫ কোটি ডলার।
ডলারের দর ধরে রাখার কৌশল হিসেবে ব্যাংকগুলোর কাছ থেকে প্রধান এ বিদেশি মুদ্রা কেনা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক; সপ্তাহের শেষ দিবসে কিনেছে প্রায় ১৫ কোটি ডলার।
বৃহস্পতিবার ১২১ টাকা ৭০ পয়সা দরে ১৩টি ব্যাংক থেকে এ পরিমাণ ডলার কেনার তথ্য দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেন, “ডলার দর স্থিতিশীল রাখতেই এ পদ্ধতি ব্যবহার করছে কেন্দ্রীয় ব্যাংক।”
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার ব্যাংকগুলো নিলামে বিক্রি করতে চেয়েছিল ১৬ কোটি ডলার। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক কিনেছে ১৪ কোটি ৯৫ লাখ ডলার।
ডলার কেনার বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, রেমিটেন্স ও রপ্তানি বাড়ায় ডলার প্রবাহ এখন বেশ ভালো। তাই দাম যাতে পড়ে না যায় সেজন্য বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনছে। এ পদ্ধতি ডলার বাজারকে স্থিতিশীল রাখতে সাহায্য করছে, যা রেমিটেন্স আসা অব্যাহত রাখতে ভূমিকা রাখবে।
তার মতে, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কম। আবার আমদানিও কমেছে। এজন্য ডলার চাহিদা আগের চেয়ে কমেছে। এতে ডলার দর কমে গেলে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসা কমতে পারে। ডলার দর কমলে আমদানি খরচ হয়ত কমত; তবে দেশে ডলার দর কমিয়েও আমদানি খরচ কমানো যায় না।
ডলার দর বাজারভিত্তিক করার নীতি চালু করলেও চলতি বছর জুলাইতে কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনা শুরু করে। ডলার বাজার স্থিতিশীল রাখতে এমন উদ্যোগ বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
বৃহস্পতিবারের নিলামের আগে আর আটবার নিলামে ডলার কেনেছিল বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকাররা বলছেন, রেমিটেন্স ও রপ্তানির প্রবাহ বাড়ার পাশাপাশি নিলামে ডলার কেনার বিষয়টিও রিজার্ভ বাড়াতে ভূমিকা রাখছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক সাংবাদিকদের বলেন, বুধবার পর্যন্ত বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ১৯ বিলিয়ন ডলার।
নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম