০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

আরও ৩ মামলায় জামিন পেলেন হেফাজতের মামুনুল

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৬:৫২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • / ১২০ বার পড়া হয়েছে

নাশকতার তিন মামলায় জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। মঙ্গলবার (৯ মে) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা হয়েছিল। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষের ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী। এর আগে, গত ৩ মে রাজধানীর পল্টন ও চট্রগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা ৫ মামলায় মামুনুল হককে জামিন দেন হাইকোর্ট।

পরে তার জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়। এরপর গত ৭ মে পাঁচ মামলার মধ্যে দুই মামলায় জামিন বহাল রাখেন চেম্বার আদালত। জানা গেছে, মামুনুল হকের বিরুদ্ধে মোট ৪১টি মামলা রয়েছে। এর মধ্যে আগে ১৭টি মামলায় জামিন পেয়েছেন। আজ তিনটি জামিন পেলেন। মামুনুল হকের কারামুক্তির জন্য বাকি ২১টি মামলায় জামিন প্রয়োজন। উল্লেখ্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরেরও বিরোধিতা করেন মামুনুল হক।

এ নিয়ে ২০২১ সালের ২৬ মার্চ বায়তুল মোকাররমে সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়। এসব ঘটনায় ঢাকা ও নারায়ণগঞ্জে মামুনুল হকের বিরুদ্ধে তিন ডজন মামলা হয়। পরে ১৮ এপ্রিল মোহাম্মদপুরের একটি মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

আরও ৩ মামলায় জামিন পেলেন হেফাজতের মামুনুল

আপডেট সময় ০৬:৫২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩

নাশকতার তিন মামলায় জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। মঙ্গলবার (৯ মে) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা হয়েছিল। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষের ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী। এর আগে, গত ৩ মে রাজধানীর পল্টন ও চট্রগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা ৫ মামলায় মামুনুল হককে জামিন দেন হাইকোর্ট।

পরে তার জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়। এরপর গত ৭ মে পাঁচ মামলার মধ্যে দুই মামলায় জামিন বহাল রাখেন চেম্বার আদালত। জানা গেছে, মামুনুল হকের বিরুদ্ধে মোট ৪১টি মামলা রয়েছে। এর মধ্যে আগে ১৭টি মামলায় জামিন পেয়েছেন। আজ তিনটি জামিন পেলেন। মামুনুল হকের কারামুক্তির জন্য বাকি ২১টি মামলায় জামিন প্রয়োজন। উল্লেখ্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরেরও বিরোধিতা করেন মামুনুল হক।

এ নিয়ে ২০২১ সালের ২৬ মার্চ বায়তুল মোকাররমে সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়। এসব ঘটনায় ঢাকা ও নারায়ণগঞ্জে মামুনুল হকের বিরুদ্ধে তিন ডজন মামলা হয়। পরে ১৮ এপ্রিল মোহাম্মদপুরের একটি মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।