পৃথক হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরো মামলায় গ্রেপ্তার আমু-গোলাপ

- আপডেট সময় ১২:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ৬২ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলনে ঢাকার মিরপুরে প্রকৌশলী সুজন মাহমুদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আর ধানমন্ডিতে শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিকি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুস সোবহান গোলাপকে।
সোমবার শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়া এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক আলাউদ্দিন গত ২১ জুলাই আমির হোসেন আমুকে এবং সিআইডির আরেক পরিদর্শক ফজলুল হক খান ৩ জুলাই আবদুস সোবহান গোলাপকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ঠিক করেছিল।
এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন বিচারক।
সুজন হত্যা মামলার বিবরণ অনুযায়ী, গত ৫ অগাস্ট বিকালে আন্দোলনে যোগ দিয়ে সুজন মাহমুদ মিরপুর-২ নম্বর এলাকায় গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২০ সেপ্টেম্বর নিহতের মেজ ভাই সুলতান মাহমুদ বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন।
আব্দুল্লাহ সিদ্দিকি হত্যা মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের মধ্যে ৪ অগাস্ট বিকালে জিগাতলা মোড় বাসস্ট্যান্ডে গুলিবিদ্ধ হন হাবীবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিকি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সহযোদ্ধা পরিচয়ে ফাইয়াজ আহাম্মেদ রাতুল নামের এক তরুণ ১৯ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেন।
নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম