১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

আ.লীগের সঙ্গে দেশের মানুষ আছে, সহজে সরানো যাবে না: টিপু মুনশি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • / ১৩৮ বার পড়া হয়েছে

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আওয়ামী লীগ গণমানুষের দল। শিকড় থেকে গভীর শিকড়ে পৌঁছে গেছে দলটি। এ দেশের মানুষ দলটির সঙ্গে আছে বলেই তাদেরকে সহজে সরানো যাবে না। রংপরে আওয়ামী লীগের মহাসমাবেশে উপস্থিত হয়ে প্রমাণ দিতে হবে বিভাগটি আওয়ামী লীগের এবং এর মাটি আওয়ামী লীগের ঘাঁটি।

রংপুরে ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, এই সরকার রংপুরে গ্যাস সরবরাহের ব্যবস্থা করছে এবং তিস্তা সড়ক সেতু নির্মাণসহ এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছে। তাই বর্তমান সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। সংবিধান অনুযায়ী ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারিতে ভোট হবে। এ জন্য সব নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।

বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়াম হলরুমে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ হান্নানের সঞ্চালনায় বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া এবং অ্যাডভোকেট সফুরা খাতুন প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। এ সময় মহাসমাবেশকে ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানানো হয়।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

আ.লীগের সঙ্গে দেশের মানুষ আছে, সহজে সরানো যাবে না: টিপু মুনশি

আপডেট সময় ০৮:৫৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আওয়ামী লীগ গণমানুষের দল। শিকড় থেকে গভীর শিকড়ে পৌঁছে গেছে দলটি। এ দেশের মানুষ দলটির সঙ্গে আছে বলেই তাদেরকে সহজে সরানো যাবে না। রংপরে আওয়ামী লীগের মহাসমাবেশে উপস্থিত হয়ে প্রমাণ দিতে হবে বিভাগটি আওয়ামী লীগের এবং এর মাটি আওয়ামী লীগের ঘাঁটি।

রংপুরে ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, এই সরকার রংপুরে গ্যাস সরবরাহের ব্যবস্থা করছে এবং তিস্তা সড়ক সেতু নির্মাণসহ এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছে। তাই বর্তমান সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। সংবিধান অনুযায়ী ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারিতে ভোট হবে। এ জন্য সব নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।

বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়াম হলরুমে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ হান্নানের সঞ্চালনায় বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া এবং অ্যাডভোকেট সফুরা খাতুন প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। এ সময় মহাসমাবেশকে ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানানো হয়।