০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
লর্ডস টেস্টের তৃতীয় দিনের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ভারত অধিনায়কের অভিযোগ, ‘ইংল্যান্ডের ওপেনাররা শেষ বেলায় ৯০ সেকেন্ড দেরিতে ব্যাট করতে নেমেছিল।’

ইংল্যান্ডের ‘খেলার স্পিরিট’ নিয়ে প্রশ্ন তুললেন গিল

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১১:৩২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ২৬ বার পড়া হয়েছে

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের আগে সংবাদ সম্মেলনে শুবমান গিল। ছবি: রয়টার্স

 

লর্ডস টেস্ট শেষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট শুরুর অপেক্ষায়। তবে আগের টেস্টের রেশ রয়ে গেছে এখনও। ওই ম্যাচে ইংল্যান্ডের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন শুবমান গিল। সময় নষ্ট করার কৌশল নিতে ইংলিশ ওপেনাররা ৯০ সেকেন্ড দেরিতে ব্যাট করতে নেমেছিল বলে অভিযোগ করেছেন ভারত অধিনায়ক।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির তৃতীয় টেস্টের তৃতীয় দিনের ঘটনা ছিল এটি। প্রথম ইনিংসে দুই দলের সমান স্কোরের পর দিনের শেষ সময়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। জাসপ্রিত বুমরাহর ওভারে বারবার জ্যাক ক্রলির সময়ক্ষেপণের চেষ্টায় ক্ষিপ্ত হয়ে ওঠেন গিল। স্লিপ থেকে ইংলিশ ওপেনারকে কিছু একটা বলেন তিনি।

ওভারের চতুর্থ বলে ক্রলি আঙুলে আঘাত পেয়ে ফিজিওকে ডাকলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তাকে লক্ষ্য করে ব্যাঙ্গাত্মকভাবে তালি দিতে থাকেন গিলসহ ভারতের কয়েকজন। এরপর দৌড়ে তার দিকে এগিয়ে যান গিল। ভারত আরেকটি ওভারের চেষ্টা করলেও, সেদিন এক ওভারের বেশি খেলা হতে পারেনি।

ওই ঘটনার পর চতুর্থ ইনিংসে ভারত যখন ব্যাট করতে নামে, ইংল্যান্ড থেকেও সমান প্রতিক্রিয়া দেখা যায়। শেষ দিন ওয়াশিংটন সুন্দার ব্যাট করতে নামার সময় ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালামকে লর্ডসের বারান্দায় দেখা যায়, তার খেলোয়াড়দের ওয়াশিংটনকে স্লেজিং করতে উৎসাহিত করছিলেন। আগের দিন সংবাদমাধ্যমের সামনে আত্মবিশ্বাসী কণ্ঠে ওয়াশিংটন বলেছিলেন, ভারত অনায়াসে জিতবে।

রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত ২২ রানের জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। তখন থেকে স্বাগতিকরা বলে আসছে, ভারত স্লেজিংয়ে উস্কানি দিয়েছিল।

ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে ওই প্রসঙ্গে জানতে চাওয়া হলে গিল বলেন, ক্রলি ফিজিওকে ডাকায় তার কোনো ক্ষোভ ছিল না, বরং সময় নষ্ট করার ধরন দেখে ক্ষুব্ধ হয়েছিলেন তিনি।

“অনেক মানুষ এটা নিয়ে কথা বলছে। তাই আমাকে পরিষ্কার করে বলতে হবে। সেদিন ইংলিশ ব্যাটসম্যানদের (দিনের) খেলা ৭ মিনিট বাকি ছিল। তারা মাঠে আসতে ৯০ সেকেন্ড দেরি করেছিল। ১০ নয়, ২০ নয়, ৯০ সেকেন্ড দেরি!”

“হ্যাঁ, বেশিরভাগ দলই এই কৌশল (সময় নষ্ট) অবলম্বন করে। এমনকি যদি আমরা এমন একটি অবস্থানে থাকতাম, তাহলে আমরাও কম ওভার খেলতে চাইতাম, কিন্তু এটা করার তো একটা ভদ্রতা আছে। হ্যাঁ, যদি শরীরে আঘাত লাগে, তাহলে ফিজিওকে মাঠে আসার সুযোগ দেওয়া হয় এবং এটা ঠিক আছে। কিন্তু ক্রিজে ৯০ সেকেন্ড দেরিতে আসাটা এমন কিছু নয়, যা খেলার চেতনার সঙ্গে যায়।”

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

লর্ডস টেস্টের তৃতীয় দিনের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ভারত অধিনায়কের অভিযোগ, ‘ইংল্যান্ডের ওপেনাররা শেষ বেলায় ৯০ সেকেন্ড দেরিতে ব্যাট করতে নেমেছিল।’

ইংল্যান্ডের ‘খেলার স্পিরিট’ নিয়ে প্রশ্ন তুললেন গিল

আপডেট সময় ১১:৩২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

 

লর্ডস টেস্ট শেষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট শুরুর অপেক্ষায়। তবে আগের টেস্টের রেশ রয়ে গেছে এখনও। ওই ম্যাচে ইংল্যান্ডের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন শুবমান গিল। সময় নষ্ট করার কৌশল নিতে ইংলিশ ওপেনাররা ৯০ সেকেন্ড দেরিতে ব্যাট করতে নেমেছিল বলে অভিযোগ করেছেন ভারত অধিনায়ক।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির তৃতীয় টেস্টের তৃতীয় দিনের ঘটনা ছিল এটি। প্রথম ইনিংসে দুই দলের সমান স্কোরের পর দিনের শেষ সময়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। জাসপ্রিত বুমরাহর ওভারে বারবার জ্যাক ক্রলির সময়ক্ষেপণের চেষ্টায় ক্ষিপ্ত হয়ে ওঠেন গিল। স্লিপ থেকে ইংলিশ ওপেনারকে কিছু একটা বলেন তিনি।

ওভারের চতুর্থ বলে ক্রলি আঙুলে আঘাত পেয়ে ফিজিওকে ডাকলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তাকে লক্ষ্য করে ব্যাঙ্গাত্মকভাবে তালি দিতে থাকেন গিলসহ ভারতের কয়েকজন। এরপর দৌড়ে তার দিকে এগিয়ে যান গিল। ভারত আরেকটি ওভারের চেষ্টা করলেও, সেদিন এক ওভারের বেশি খেলা হতে পারেনি।

ওই ঘটনার পর চতুর্থ ইনিংসে ভারত যখন ব্যাট করতে নামে, ইংল্যান্ড থেকেও সমান প্রতিক্রিয়া দেখা যায়। শেষ দিন ওয়াশিংটন সুন্দার ব্যাট করতে নামার সময় ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালামকে লর্ডসের বারান্দায় দেখা যায়, তার খেলোয়াড়দের ওয়াশিংটনকে স্লেজিং করতে উৎসাহিত করছিলেন। আগের দিন সংবাদমাধ্যমের সামনে আত্মবিশ্বাসী কণ্ঠে ওয়াশিংটন বলেছিলেন, ভারত অনায়াসে জিতবে।

রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত ২২ রানের জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। তখন থেকে স্বাগতিকরা বলে আসছে, ভারত স্লেজিংয়ে উস্কানি দিয়েছিল।

ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে ওই প্রসঙ্গে জানতে চাওয়া হলে গিল বলেন, ক্রলি ফিজিওকে ডাকায় তার কোনো ক্ষোভ ছিল না, বরং সময় নষ্ট করার ধরন দেখে ক্ষুব্ধ হয়েছিলেন তিনি।

“অনেক মানুষ এটা নিয়ে কথা বলছে। তাই আমাকে পরিষ্কার করে বলতে হবে। সেদিন ইংলিশ ব্যাটসম্যানদের (দিনের) খেলা ৭ মিনিট বাকি ছিল। তারা মাঠে আসতে ৯০ সেকেন্ড দেরি করেছিল। ১০ নয়, ২০ নয়, ৯০ সেকেন্ড দেরি!”

“হ্যাঁ, বেশিরভাগ দলই এই কৌশল (সময় নষ্ট) অবলম্বন করে। এমনকি যদি আমরা এমন একটি অবস্থানে থাকতাম, তাহলে আমরাও কম ওভার খেলতে চাইতাম, কিন্তু এটা করার তো একটা ভদ্রতা আছে। হ্যাঁ, যদি শরীরে আঘাত লাগে, তাহলে ফিজিওকে মাঠে আসার সুযোগ দেওয়া হয় এবং এটা ঠিক আছে। কিন্তু ক্রিজে ৯০ সেকেন্ড দেরিতে আসাটা এমন কিছু নয়, যা খেলার চেতনার সঙ্গে যায়।”

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম