০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

ইংল্যান্ডে পাড়ি দেওয়ার আগে সিলেটে ক্যাম্প করবে টাইগাররা

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৬:০১:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • / ১০৫ বার পড়া হয়েছে

আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজকে সামনে রেখে ঈদের পরপরই ঘরের মাঠে ক্যাম্প করবে তামিম ইকবালের দল। সিলেটে আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হবে ৩ দিনের অনুশীলন ক্যাম্প।

সোমবার (১০ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আমরা ইংল্যান্ডে যাওয়ার আগে সিলেটে ৩ দিনের ক্যাম্প করব। মূলত চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই সেখানে ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিলেটের উইকেট আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি নিতে বড় সাহায্য করবে। সিলেটের মাঠে ক্যাম্প শেষে আগামী ১ মে ইংল্যান্ডের বিমান ধরবেন টাইগাররা। সেখানে পৌঁছে ইংল্যান্ডের চেমসফোর্ডে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা।

আয়ারল্যান্ড সিরিজের বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ইংল্যান্ডে পাড়ি দেওয়ার আগে সিলেটে ক্যাম্প করবে টাইগাররা

আপডেট সময় ০৬:০১:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজকে সামনে রেখে ঈদের পরপরই ঘরের মাঠে ক্যাম্প করবে তামিম ইকবালের দল। সিলেটে আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হবে ৩ দিনের অনুশীলন ক্যাম্প।

সোমবার (১০ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আমরা ইংল্যান্ডে যাওয়ার আগে সিলেটে ৩ দিনের ক্যাম্প করব। মূলত চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই সেখানে ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিলেটের উইকেট আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি নিতে বড় সাহায্য করবে। সিলেটের মাঠে ক্যাম্প শেষে আগামী ১ মে ইংল্যান্ডের বিমান ধরবেন টাইগাররা। সেখানে পৌঁছে ইংল্যান্ডের চেমসফোর্ডে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা।

আয়ারল্যান্ড সিরিজের বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।