ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে জার্মানিতে আয়োজিত অনলাইন ভিডিও বৈঠকের পর একথা জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।
ইউক্রেইনকে সমর্থন করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

- আপডেট সময় ১১:৫৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ৩৭ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনকলে ভিডিও বৈঠকের পর ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে সমর্থন করে যেতে প্রস্তুত।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার বৈঠক হওয়ার কথা ট্রাম্পের। তার আগে দিয়ে ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে জার্মানিতে আয়োজিত অনলাইন ভিডিও কনফারেন্স করেন জেলেনস্কি।
এই ভার্চুয়াল বৈঠকের পরই জেলেনস্কি জানান, ট্রাম্প ইউক্রেইনকে সমর্থন করেছেন। ওদিকে, ইউক্রেইনকে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার জন্য জার্মানির কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ইউরোপীয় দেশগুলোর নেতাদেরকেও ধন্যবাদ জানান জেলেনস্কি।
তিনি বলেন, “বিশ্বব্যাপী নেতারা ইউক্রেইনে শান্তিতে পৌঁছার বিষয়ে একমত হয়েছেন। ইউক্রেইন নিয়ে প্রতিটি বিষয়েই ইউক্রেইনকে সঙ্গে নিয়ে আলোচনা হবে। আমাদেরকেও আলোচনার অংশ হতে হবে।”
“ট্রাম্প আজ আমাদেরকে সমর্থন করেছেন। যুক্তরাষ্ট্র এই সমর্থন অব্যাহত রাখতে প্রস্তুত,” বলেন জেলেনস্কি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও বুধবার জানিয়েছেন যে, ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে কোনও যুদ্ধবিরতি চুক্তি করার ক্ষেত্রে ভূমি নিয়ে কথা হলে ইউক্রেইনকে সেই আলোচনায় থাকতে হবে।
তাছাড়া, ইউক্রেইনের ভূখণ্ড নিয়ে আলোচনা চলবে না। আর আলোচনা হলে তা কেবল হবে ইউক্রেইনের প্রেসিডেন্টের সঙ্গেই।
ট্রাম্প সত্যিই ইউক্রেইনের বিষয়ে এই অবস্থান নিয়ে থাকলে তা হবে ইউক্রেইন ও এর মিত্রদেশগুলোর জন্য স্বস্তির। কারণ, জেলেনস্কিকে ছাড়া ট্রাম্প-পুতিন বৈঠক ইউক্রেইনের বিপক্ষে যেতে পারে বলে আশঙ্কা অনেকের। ইউরোপীয় অনেক দেশও সেই আশঙ্কাই করছে।
তাই শুক্রবার পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের আগে বুধবার তার সঙ্গে ভিডিও কনফারেন্স করে ইউরোপীয় নেতারা এবং জেলেনস্কি মিলে তাকে ইউক্রেইনের অবস্থানের বিষয়ে প্রভাবিত করারই চেষ্টা নিয়েছে।
জেলেনস্কি জানান- ট্রাম্প তাকে এও বলেছেন যে, পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি (ট্রাম্প) তার (জেলেনস্কি) সঙ্গে যোগাযোগ করবেন। ফলে জেলেনস্কির কথায়, “পুতিন আমাদেরকে বোকা বানাতে পারবেন না।”
মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম