আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে শীর্ষ রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে পুতিন এই প্রশংসা করেন।
ইউক্রেইন যুদ্ধ শেষের জন্য যুক্তরাষ্ট্রের ‘আন্তরিক চেষ্টার’ প্রসংশায় পুতিন

- আপডেট সময় ০৯:৫৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ৪১ বার পড়া হয়েছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইন যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের ‘আন্তরিক চেষ্টার’ প্রশংসা করেছেন।
আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে শীর্ষ রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে পুতিন এই প্রশংসা করেন।
শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন পুতিন। এর আগে প্রস্তুতিপর্বে পুতিন তার সরকারের সবচেয়ে ঊর্ধ্বতন মন্ত্রী ও নিরপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বৈঠকের শুরুতেই পুতিন বলেছেন, “বর্তমান মার্কিন প্রশাসনের সঙ্গে আমরা কোন পর্যায়ে আছি, তা স্পষ্ট করতে এই বৈঠক ডাকা হয়েছে।”
এ সময় যুক্তরাষ্ট্রের প্রশংসা করে টিভিতে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, “সংঘাতে জড়িত সব পক্ষের স্বার্থে যুদ্ধ বন্ধ, সংকট নিরসন এবং চুক্তিতে পৌঁছতে যুক্তরাষ্ট্র আমার মতে, সক্রিয় ও আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে।
“আমাদের দেশের সঙ্গে ইউরোপে এবং বিশ্বব্যাপী দীর্ঘমেয়াদে শান্তির পরিবেশ গড়ে তুলতে এটি করা হচ্ছে।”
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র চুক্তির সম্ভাবনারও ইঙ্গিত দিয়ে পুতিন বলেছেন, পরবর্তী ধাপে দুইপক্ষ কৌশলগত আক্রমণাত্মক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে সমঝোতায় পৌঁছলে এই শান্তির পরিবেশ গড়ে উঠবে।
পুতিনের এই কথা থেকে এমন আভাসই পাওয়া যাচ্ছে যে, ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার পর নিরাপত্তা প্রশ্নে ব্যাপক পরিসরে আলোচনার অংশ হিসাবে রাশিয়া পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের প্রসঙ্গও তুলবে।
নাম প্রকাশে অনিচ্ছুক পূর্ব ইউরোপের এক উর্ধ্বতন কর্মকর্তা বলছেন, বৈঠকের আলোচনায় পুতিন ইউক্রেইন প্রসঙ্গ থেকে ট্রাম্পের মনোযোগ সরানোর চেষ্টা নিতে পারেন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে সম্ভাব্য অগ্রগতি কিংবা ব্যবসা-সংক্রান্ত কোনও প্রসঙ্গ তোলার মাধ্যমে।
আমরা আশা করি ট্রাম্প রাশিয়ানদের কাছে বোকা বনে যাবেন না। তিনি এই সব বিপজ্জনক বিষয় বোঝেন,” বলেন ওই ইউরোপীয় কর্মকর্তা।
মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম